চলতি মাসেই উঠে যাচ্ছে কোভিডবিধি, তবে এই ২টি আচরণ বজায় রাখছে কেন্দ্র

0

নয়াদিল্লি: কোভিডবিধি প্রত্যাহার করছে কেন্দ্রীয় সরকার। করোনা সংক্রমণ মোকাবিলায় প্রায় দু’বছর আগে এই বিধিনিষেধ জারি হয়েছিল সারা দেশে। এখন করোনার দৈনিক সংক্রমণ প্রায় তলানিতে এসে ঠেকায় মাত্র দু’টি কোভিড-যথাযথ আচরণ বজায় রেখে বাকি সবকিছুই প্রত্যাহার করে নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

২০২০ সালের ২৪ মার্চ দেশে কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০০৫-এর অধীনে প্রথম বারের মতো নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। তার পর থেকে যা বিভিন্ন সময়ে সংশোধন করা হয়েছে। এ বার সেই বিধিনিষেধই তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক চললে চলতি মাসেই সেটা হতে চলেছে।

তবে বিধিনিষেধ প্রত্যাহার হলেও আগের মতোই সংক্রমণ ঠেকাতে মুখে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখার নিয়ম দু’টি কার্যকর থাকবে বলেই জানা গিয়েছে।

সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের কাছে একটি চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ​​ভাল্লা বলেছেন, গত ২৪ মাসে মহামারি নিয়ন্ত্রণের বিভিন্ন দিক, যেমন নমুনা পরীক্ষা, নজরদারি, চিকিৎসা, টিকাকরণ, হাসপাতালের পরিকাঠামোর জন্য উল্লেখযোগ্য ক্ষমতা তৈরি করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও কোভিড সচেতনতা বৃদ্ধি পেয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিও সংক্রমণ ছড়িয়ে পড়া থেকে রুখতে নিজের নিজের মতো পদক্ষেপ নিয়েছে। যে কারণে ভারতের কোভিড পরিস্থিতি এখনও অনেকাংশে ইতিবাচক।

চিঠিতে বলা হয়েছে, “পরিস্থিতির সামগ্রিক উন্নতি এবং মহামারি মোকাবিলায় সরকারের প্রস্তুতি বিবেচনায় রেখে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন যে কোভিড নিয়ন্ত্রণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা আইনের বিধিগুলির আর কোনো প্রয়োজন হবে না”।

সবমিলিয়ে আগামী ৩১ মার্চ থেকে মাস্ক পরা ও শারীরিক দূরত্ববিধি বাদ দিয়ে যাবতীয় কোভিডবিধি তুলে নেওয়া হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরামর্শ অনুযায়ী এই দুই আচরণ বজায় থাকছে। এ ব্যাপারে বিস্তারিত নির্দেশিকা শীঘ্রই জানাবে কেন্দ্র।

আরও পড়তে পারেন :

কেউ ছাড় পাবে না, রামপুরহাট যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সেকেন্দরাবাদে গুদামে আগুন লেগে ১১ বিহারি শ্রমিকের মৃত্যু

রামপুরহাট-কাণ্ড: তৃণমূল নেতা খুনের পরই হত্যালীলা, উঠছে একাধিক প্রশ্ন

পর পর দু’দিন বাড়ল পেট্রোল, ডিজেলের দাম

রামপুরহাট-কাণ্ডে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব, কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.