দেশ
ভ্যাকসিন বিতরণ পরিকল্পনা নিয়ে রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রীর বৈঠকে দু’টি অংশ থাকছে।

নয়াদিল্লি: এ মুহূর্তে ভারতে বিভিন্ন পর্যায়ের পরীক্ষা চলছে পাঁচটি কোভিড-টিকার। টিকার বিতরণ পরিকল্পনা নিয়ে আগামী মঙ্গলবার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, ভারতে যে সমস্ত সম্ভাব্য করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ চলছে, সেগুলির মধ্যে চারটি রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে। একটির প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল চলছে।
সরকারি ভাবে করোনা ভ্যাকসিন তদারকিতে যুক্ত প্রশাসনিক বিশেষজ্ঞ কমিটি সমস্ত দিক বিচার করে দেশে করোনার প্রতিষেধক দেওয়ার জন্য উপযুক্ত পদ্ধতির রূপরেখা তৈরি করছে। নীতি আয়োগের সদস্য ডা. ভিকে পালের নেতৃত্বাধীন এবং কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণের সহ-সভাপতিত্বে ওই কমিটিই টিকাকরণের রূপরেখা তৈরি করছে। ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে যাতে সর্বত্র সমান এবং দীর্ঘমেয়াদি সুবিধা পাওয়া যায়, সে দিকে লক্ষ্য রেখেই পদ্ধতি নির্ধারিত হবে।
দিন দুয়েক আগেই টিকা-পর্যালোচনায় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, টিকাকরণে অগ্রাধিকার, হিমঘরের পরিকাঠামো, টিকার ব্যবস্থা ও প্রযুক্তির প্ল্যাটফর্ম নিয়ে পর্যালোচনা হয়েছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। আশা করা হচ্ছে, ওই বৈঠকে দু’টি অংশ থাকবে।
প্রথমটিতে এমন আটটি রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে, যেগুলিতে নতুন করে কোভিড-১৯ (Covid-19) আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে।
দ্বিতীয় ভাগে বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে টিকার বিতরণ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারির (Coronavirus pandemic) জেরে লকডাউনের পর থেকেই রাজ্যগুলির সঙ্গে বেশ কয়েক বার ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন মোদী। ইদানীং সারা দেশে মোট করোনা সংক্রামিতের দৈনিক সংখ্যা ৫০ হাজারের নীচে থাকলেও দেশের বেশ কিছু শহরে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা কপালে ভাঁজ ফেলেছে প্রশাসনের। অন্যদিকে বেশ কয়েকটি সংস্থা তাদের তৈরি সম্ভাব্য ভ্যাকসিন নিয়ে ইতিবাচক তথ্য প্রকাশ করছে। স্বাভাবিক ভাবেই এক বার ভ্যাকসিন হাতে এসে যাওয়ার পর দেশের প্রতিটি অঞ্চলে সুষ্ঠু টিকাকরণও বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
আরও পড়তে পারেন: ‘কোভ্যাক্সিন’ কমপক্ষে ৬০ শতাংশ কার্যকরী হবে, কোভিড-টিকা নিয়ে আশার কথা শোনাল ভারত বায়োটেক
দেশ
‘ত্বক থেকে ত্বকে সংযোগ’ ছাড়া ‘নিছক অনুভূতি’কে যৌন নিপীড়ন বলা যায় না: হাইকোর্ট

খবর অনলাইন ডেস্ক: “যৌন অভিপ্রায়ের সঙ্গে ত্বক থেকে ত্বকের সংযোগ” না ঘটলে সেই ঘটনাকে যৌন নির্যাতন হিসেবে গণ্য করা যায় না। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সাজাপ্রাপ্ত এক অভিযুক্তের আবেদনের শুনানিতে এমনটাই বলেছে বম্বে হাইকোর্ট।
বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের সাম্প্রতিক রায়ে দেখা গিয়েছে যে, যৌন নিপীড়ন হিসাবে বিবেচিত হওয়ার জন্য “যৌন অভিপ্রায়ের সঙ্গে ত্বক থেকে ত্বকে সংযোগ হওয়া উচিত”। রায়টিতে আরও বলা হয়েছে যে ‘নিছক অনুভূতি’ বা সম্মতি ছাড়াই আচমকা স্পর্শ অনুভূত হওয়াকে যৌন নির্যাতনের শিকার বলা যাবে না।
আউটলুক ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, উচ্চ আদালত রায় দিতে গিয়ে আরও বলেছে, শুধুমাত্র নাবালিকার বুক স্পর্শ করলে সেই ঘটনাকে যৌন নির্যাতনের পরিমাণ হিসাবে গণ্য হবে না, যতক্ষণ না অভিযুক্ত তার পোশাক সরিয়ে বা পোশাকের ভিতরে হাত নিয়ে গিয়ে শারীরিক সংযোগ না করে।
বিচারপতি পুষ্প গণেদিওয়ালার নেতৃত্বে একক বিচারপতির বেঞ্চ ওই রায়ে একজনকে দোষী সাব্যস্ত করে। পকসো আইনের আওতায় যৌন নিপীড়নের মধ্যে যৌন অভিপ্রায় নিয়ে আক্রমণ করা এবং শিশুর ব্যক্তিগত অংশ স্পর্শ করা বা শিশুকে অভিযুক্তের ব্যক্তিগত অঙ্গে স্পর্শ করানোর মাধ্যমে শারীরিক সম্পর্কে জড়িত থাকার বিষয়টি ওই শুনানিতে উল্লেখ করেছেন বিচারপতি।
ফ্রি প্রেস জার্নাল বিচারপতির বক্তব্য উদ্ধৃত করে লিখেছে, “অভিযুক্ত নাবালিকার ঊর্ধ্বাংশের পোশাক সরিয়ে তার স্তনমর্দন করে। এ ক্ষেত্রে কোনো ‘শারীরিক সম্পর্ক’ নেই অর্থাৎ, সংসর্গ ছাড়াই যৌন অভিপ্রায়ে ত্বক থেকে ত্বকে সংযোগ”।
বিচারপতি বলেন, “১২ বছরের নাবালিকার স্তনমর্দনের কাজটি তার ঊর্ধ্বাংশের পোশাক সরিয়ে হয়েছে কি না, বা অভিযুক্তি পোশাকের ভিতরে হাত ঢুকিয়ে করেছে কি না, তা সুনির্দিষ্ট বিবরণ অভাবে ‘যৌন নির্যাতন’-এর সংজ্ঞায় বিবেচনা করা যায় না। এটা অবশ্যই ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ অনুচ্ছেদে বিচারাধীন হবে, যা একজন মহিলার শালীনতার ক্ষতি করে”।
ফ্রি প্রেস জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত পেয়ারা দেওয়ার অজুহাতে নাবালিকা প্রলোভন দেখায়। তার বাড়িতে নিয়ে যায়। পরে, মেয়েটির মা ঘটনাস্থলে পৌঁছে তার মেয়েকে কাঁদতে দেখেন। মেয়েটি মায়ের কাছে পুরো ঘটনাটি বর্ণনা করে। মহিলা তখন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।
আরও পড়তে পারেন: যৌন নির্যাতনের শিকার ব্যক্তিকে এক থানা থেকে অন্য থানায় পাঠানো উচিত নয়, বলল আদালত
দেশ
১ ফেব্রুয়ারি থেকে স্বাভাবিক ট্রেন পরিষেবা চালু করবে রেল? সত্য জানুন এখানে
১ ফেব্রুয়ারি থেকে সাধারণ ট্রেন পরিষেবা পুনরায় চালু করার বিষয়টি আনুষ্ঠানিক ভাবে অস্বীকার করেছে সরকার।

খবর অনলাইন ডেস্ক: সোশ্যাল মিডিয়ার যুগে খুব দ্রুত কোনো গুজব বৃহত্তর অংশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। তার উপর সেটা যদি হয় কোভিড-১৯ মহামারিতে বিপর্যস্ত হয়ে পড়া রেল পরিষেবা নিয়ে, তা হলে তো আর মুহূর্তের অপেক্ষাও করতে হয় না!
একটি মরফড বা প্রযুক্তির সাহায্যে বিকৃত করা ছবিতে বলা হয়েছিল, ১ ফেব্রুয়ারি থেকে স্বাভাবিক ট্রেন পরিষেবা পুনরায় চালু করা হবে।
গত কয়েক সপ্তাহ ধরে দেশে করোনাভাইরাসের সংক্রমণ হ্রাস পাওয়ায় অনেকেই আশা করছে, রেলওয়ে হয়তো কোভিডের আগের সময়ের মতো ট্রেন পরিষেবা পুনরায় চালু করবে।
তবে সরকারি ভাবে ১ ফেব্রুয়ারি থেকে সাধারণ ট্রেন পরিষেবা পুনরায় চালু করার বিষয়টি আনুষ্ঠানিক ভাবে অস্বীকার করেছে কেন্দ্র। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ছবিটিকে ‘ভুয়ো খবর’ হিসাবে অভিহিত করেছে।
ভারতীয় রেলের শীর্ষ আধিকারিকরা বলেছেন, নিয়মিত ভাবে দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং সরকারের সমস্ত সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে আলোচনা করার পরে তাঁরা স্বাভাবিক ট্রেন চলাচল শুরু করবেন।
প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-এর টুইটে লেখা হয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে ট্রেন পরিষেবা পুনরায় চালু করার খবরটি আদতে ভুয়ো।
তবে এটাই প্রথম নয়। এর আগে সোশ্যাল মিডিয়ার আরও একটি ভাইরাস পোস্টে দাবি করা হয়েছিল, ১ ডিসেম্বর থেকে সমস্ত ট্রেন চলতে শুরু করবে। যদিও সেটাও যে আদতে ভুয়ো খবর, পরবর্তীতে তা প্রমাণিত হয়।
আরও পড়তে পারেন: কেরল, কর্নাটকে ফের চিন্তা বাড়াল করোনার দৈনিক সংক্রমণ
দেশ
নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ভোলবদল বিজেপি সাংসদের
অদ্ভুত ঘটনা! আরটিআই-এর জবাবেই বা কেন্দ্র কী বলেছিল?

উন্নাও: শনিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তীতে তাঁর মৃত্যুর জন্য কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছিলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ (Sakshi Maharaj)। যা নিয়ে শুরু হয় দেশজোড়া বিতর্ক। রবিবার তিনি জানান, এটা নিছকই তাঁর অনুমান।
কী বলেছিলেন সাক্ষী মহারাজ?
উন্নাওয়ের বিজেপি সাংসদ দাবি করেছিলেন, নেতাজির গোপন হত্যার সঙ্গে সম্পর্ক রয়েছে কংগ্রেসের।
নিজের সংসদীয় এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, “আমার অভিযোগ, কংগ্রেস সুভাষচন্দ্র বসুকে (Subhas Chandra Bose) হত্যা করেছে …. মহাত্মা গান্ধী বা পণ্ডিত নেহরু কেউই তাঁর জনপ্রিয়তার সামনে দাঁড়াতে পারেননি”।
এখন কী বলছেন?
রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাক্ষী মহারাজ বলেন, “আমার বক্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। এটা ছিল নিছকই আমার অনুমান। এটা হতে পারে অথবা নাও হতে পারে। তবে আমি এটা বিশ্বাস করি”।
তিনি আরও বলেন, “ভারতের স্বাধীনতা সংগ্রামে অন্যতম ভূমিকা ছিল সুভাষচন্দ্র বসুর। কেন তাঁর মৃত্যু এখনও রহস্যাবৃত। কেন পণ্ডিত জওহরলাল নেহরু এ ব্যাপারে কোনো তদন্ত করেননি। তাঁর মৃত্যুরহস্য প্রকাশ্যে আসা উচিত। পণ্ডিত নেহরু তাঁর জনপ্রিয়তার ধারেকাছে ছিলেন না”।
আরটিআই-এ কেন্দ্রের জবাব
একই সঙ্গে বিজেপি সাংসদ দাবি করেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, লাল বাহাদুর শাস্ত্রী এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুরহস্য প্রকাশ করতে হবে।
তবে বিজেপি সাংসদ যাই বলুন, নেতাজির অন্তর্ধান নিয়ে রহস্য থাকলেও কয়েক বছর আগের একটি আরটিআই-এ এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। ২০১৭ সালে তথ্য জানার অধিকারের একটি আবেদনের জবাবে কেন্দ্র জানায়, ১৯৪৫ সালের ১৮ আগস্ট তাইপেইয়ে যে বিমান দুর্ঘটনা হয়েছিল, সেখানেই মৃত্য়ু হয় নেতাজির!
আরও পড়তে পারেন: উন্নয়ন দেখাতে ‘ছানিশ্রী’ প্রকল্প করবে সরকার, বিজেপিকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
-
কলকাতা3 days ago
ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ, সতীর্থের মৃত্যু
-
হাওড়া2 days ago
বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল
-
শরীরস্বাস্থ্য3 days ago
কেন খাবেন মটরশুঁটি, জেনে নিন এর উপকারিতা
-
জীবন যেমন3 days ago
কম বয়সে মুখে বলিরেখা? রান্না ঘরেই আছে এর সমাধান, একমাসে