নয়াদিল্লি: ভারতের করোনা পরিস্থিতির আরও উন্নতি হল মঙ্গলবার। নতুন সংক্রমণ কমে এল দু’হাজারের নীচে। সক্রিয় রোগীর সংখ্যাও কমল অনেকটাই।
গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৫৬৯ জন নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন। এর ফলে ভারত মোট কোভিডরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ কোটি ৩১ লক্ষ ২৫ হাজার ৩৭০ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৬৭ জন। এর ফলে মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা এখন বেড়ে হয়েছে ৪ কোটি ২৫ লক্ষ ৮৪ হাজার ৭১০ জন। ভারতে বর্তমানে সুস্থতার হার রয়েছে ৯৮.৭৫ শতাংশে।
গত ২৪ ঘণ্টায় ৯১৭ জন সক্রিয় রোগী কমেছে দেশে। এর ফলে ভারতে এখন মোট সক্রিয় রোগী রয়েছেন ১৬ হাজার ৪০০ জন। অর্থাৎ বর্তমানে মাত্র ০.০৪ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভারতে ১৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এর ফলে ভারতে এখন মোট মৃতের সংখ্যা হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ২৬০। দেশে বর্তমানে মৃত্যুহার রয়েছে ১.২২ শতাংশ।
দেশের সব প্রান্তেই নতুন সংক্রমণ, নতুন করে নিম্নমুখী। দিল্লিতে রবিবার আক্রান্ত হয়েছেন ৩৭৭ জন। সংক্রমণ নিম্নমুখী পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, হরিয়ানা, উত্তরপ্রদেশেও।
আরও পড়তে পারেন
‘আমরা এখানে মিঃ প্রেসিডেন্ট,’ রুশ সীমান্তে পৌঁছে হুংকার ইউক্রেনীয় সেনার
‘অযৌক্তিক!’ কাশ্মীর নিয়ে ওআইসির মন্তব্য উড়িয়ে দিল ভারত
বর্ষার আগেই বন্যা কবলিত অসম, ধসে বিপর্যস্ত হাফলং
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।