নয়াদিল্লি: বড়ো রকমের উন্নতি হল ভারতের করোনাগ্রাফে। বারোশোর ঘরে পৌঁছে গেল দেশের নতুন সংক্রমণ। পাশাপাশি, অনেকটা কমে গেল মৃতের সংখ্যাও।
ভারতের করোনা তথ্য
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭১ জন। এর ফলে দেশে মোট কোভিডরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ কোটি ৩০ লক্ষ ২০ হাজার ৭২৩ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬৭ জন। এর ফলে মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা এখন বেড়ে হয়েছে ৪ কোটি ২৪ লক্ষ ৮৩ হাজার ৮২৯ জন। ভারতে বর্তমানে সুস্থতার হার রয়েছে ৯৮.৭৫ শতাংশে।
গত ২৪ ঘণ্টায় ৩২৮ জন সক্রিয় রোগী কমেছে দেশে। এর ফলে ভারতে এখন মোট সক্রিয় রোগী রয়েছেন ১৫ হাজার ৮৫৯ জন। অর্থাৎ বর্তমানে মাত্র ০.০৫ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ভারতে ৩১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। ভারতে এখন মোট মৃতের সংখ্যা হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৩৫। দেশে বর্তমানে মৃত্যুহার রয়েছে ১.২১ শতাংশ।
উল্লেখযোগ্য রাজ্যগুলিতে গত ২৪ ঘণ্টার সংক্রমণ
১) কেরল – ৪০০
২) মহারাষ্ট্র – ১৪০
৩) কর্নাটক – ৬৪
৪) তামিলনাড়ু – ৩৪
৫) অন্ধ্রপ্রদেশ – ২৭
৬) পশ্চিমবঙ্গ – ৬৪
৭) দিল্লি – ৭১
৮) ওড়িশা – ৪৮
৯) রাজস্থান – ৪৮
আরও পড়তে পারেন
মতুয়া ধর্মমেলা উপলক্ষ্যে বুধবার পশ্চিমবঙ্গে ছুটি, ঘোষণা নবান্নর
বিদেশি অর্থে সরকার ফেলার চক্রান্ত চলছে, লক্ষ মানুষের সামনে বললেন ইমরান খান
বীরভূমের ঘটনায় ‘ষড়যন্ত্র’ দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজের শহরেই আক্রান্ত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, পিছন থেকে ধাক্কা দিয়ে গ্রেফতার ১
‘এখন চাকরি পেতে পরিবারকে আগুনে পুড়ে মরতে হবে’, রামপুরহাট নিয়ে কটাক্ষ অধীররঞ্জন চৌধুরীর
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।