নয়াদিল্লি: সাড়ে ৭ হাজারের নীচে থাকলেও ভারতে কিছুটা বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। দিল্লি এবং মহারাষ্ট্রে সংক্রমণ বাড়ার জেরেই যে এই পরিস্থিতি তৈরি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে এখনও পর্যন্ত চিন্তা করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।
নতুন সংক্রমণ একটু বাড়ল
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৪৭ লক্ষ ৬৫ হাজার ৯৭৬। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত ৭ হাজার ৪৯৪।
গত ২৪ ঘণ্টায় ভারতে ১২ লক্ষ ৫ হাজার ৭৭৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এ দিন সংক্রমণের হার ছিল ০.৬২ শতাংশ। বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৭৮ হাজার ২৯১ জন। অর্থাৎ মোট রোগীর মাত্র ০.২২ শতাংশ রোগীই এখন বর্তমানে চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে ১০১ জন।
সংক্রমণ কোথায় কেমন
সংক্রমণ তুলনামূলক ভাবে বেশি থাকা রাজ্যগুলিতে গত ২৪ ঘণ্টায় পরিসংখ্যান জেনে নিন।
১) কেরল– ৩,২০৫
২) মহারাষ্ট্র– ১,২০১
৩) তামিলনাড়ু– ৬০৪
৪) পশ্চিমবঙ্গ– ৫৩৪
৫) মিজোরাম– ২৪০
৬) অন্ধ্রপ্রদেশ – ১০৫
৭) কর্নাটক– ৩২৫
সংক্রমণের থেকে অনেকটাই কম ছিল সুস্থতা
নতুন সংক্রমণের থেকে বৃহস্পতিবার বেশ কিছুটা কম রেকর্ড করা হয়েছে সুস্থতার সংখ্যাটিকে। সে কারণে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৬০ জন। এর ফলে এখনও পর্যন্ত ভারতে মোট সুস্থ হলেন ৩ কোটি ৪২ লক্ষ ৮ হাজার ৯২৬ জন। ভারতে সুস্থতার হার পৌঁছে গিয়েছে ৯৮.৪০ শতাংশে।
মৃতের সংখ্যা চারশোর বেশি
এখনও বেশ কিছু রাজ্য তথ্য পরিমার্জন করে চলেছে। সে কারণে মৃতের সংখ্যা বেশ কিছুটা বেশিই রেকর্ড করা হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যাটা আবার বেড়েছে। সেই সময়সীমায় মারা গিয়েছেন ৪৩৪ জন। এর ফলে এখনও পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ৪ লক্ষ ৭৮ হাজার ৭৫৯ জন। দেশে বর্তমানে মৃত্যুহার রয়েছে ১.৩৮ শতাংশ।
আরও পড়তে পারেন:
লকডাউন ছাড়াই এক মাসের মধ্যেই কোভিডের নতুন চূড়া পেরিয়ে গেল ‘ওমিক্রন’-এর জন্মদাত্রী দেশ
বুধবার তুষারপাত হয়েছে পশ্চিমবঙ্গেও, বৃহস্পতিবার কিছুটা কমল সর্বনিম্ন তাপমাত্রা
আট দিন আগে ছিল ১.৬৬%, বর্তমানে পশ্চিমবঙ্গে মাত্র ১.৪৬% কোভিডশয্যা ভরতি রয়েছে
শীতকালীন অধিবেশেন লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়েছে যে ১০টি বিল
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।