খবর অনলাইন ডেস্ক: দরিদ্রদের আর্থিক সহযোগিতা দেওয়া হোক। কেন্দ্রীয় সরকারের প্রতি এমনই আহ্বান জানালেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)। মঙ্গলবার তিনি বলেন, কোভিড-১৯ পরিস্থিতির কথা বিবেচনা করে দেশের দরিদ্র, শ্রমিক এবং হকারদের আর্থিক সাহায্য করুক কেন্দ্র।
কী বললেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা?
মঙ্গলবার হিন্দিতে লেখা একটি টুইটে প্রিয়ঙ্কা কেন্দ্রের উদ্দেশে প্রশ্ন তুলেছেন, “কোভিডের ভয়াবহতা দেখে স্পষ্ট হচ্ছে, সরকারকে হয়তো লকডাউনের মতো কঠোর পদক্ষেপ নিতে হতে পারে। কিন্তু অভিবাসী শ্রমিকদের ফের এক বার দুর্দশার মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। এ ব্যাপারে আপনার পরিকল্পনা কী”?
পাশাপাশি তিনি পরামর্শ দিয়েছেন, “এমন নীতি নেওয়া হোক, যাতে সকলের কথাই ভাবা হবে। দরিদ্র, শ্রমিক এবং রাস্তার ধারে দোকানিদের নগদ টাকা দিয়ে সাহায্য করা দরকার। দয়া করে এটা করুন”।
এই টুইটের সঙ্গেই একাধিক ছবি পোস্ট করেছেন কংগ্রেস নেত্রী। যেখানে দেখা যাচ্ছে, কয়েকশো অভিবাসী শ্রমিক আনন্দ বিহার বাস টার্মিনালে বাসের জন্য প্রতীক্ষা করছেন।
দাবি তুলেছে রাহুল গান্ধীও
ইতিমধ্যেই অভিবাসী শ্রমিকদের কথা মনে করিয়ে দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। অভিবাসী শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন্দ্র সরাসরি নগদ টাকা পাঠাবে কি না, সে ব্যাপারে প্রশ্ন তুলেছেন রাহুল।
টুইটারে রাহুল লেখেন, “অভিবাসীরা আবার এক বার বাড়ি ফিরছেন। কেন্দ্রীয় সরকারের দায়িত্ব তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ টাকা পাঠানো। কিন্তু করোনা ছড়ানোর জন্য সাধারণ মানুষকে দোষারোপ করা সরকার এ ধরনের সহযোগিতামূলক পদক্ষেপ নেবে কি”?
উল্লেখ্য, করোনা সংক্রমণ মোকাবিলায় দেশের বিভিন্ন জায়গায় লকডাউন অথবা একই ধরনের বিধিনিষেধ জারি হয়েছে। দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান এবং তামিলনাড়ুতে এ ধরনের নিষেধাজ্ঞা জারি হওয়ায় চরম আতঙ্কে রয়েছেন অভিবাসীরা।
আরও পড়তে পারেন: ফের লকডাউনের আশঙ্কায় ভীত-সন্ত্রস্ত অভিবাসী শ্রমিকরা, কন্ট্রোল রুমে ফোনের পর ফোন ঝাড়খণ্ডে