খবরঅনলাইন ডেস্ক: একে কোভিডে রক্ষে নেই, এ বার দোসর ডেঙ্গি। প্লেটলেট কমছে হুহু করে। আর তাই হাসপাতালে লড়াই চালিয়ে যাচ্ছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসৌদিয়া (Manish Sisodia)।
দিন দশেক আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন সিসৌদিয়া। সে দিন নিজেই টুইট করে আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন তিনি। সেই সময় হালকা জ্বর এসেছিল তাঁর। পরে তা কমেও যায়।
কিন্ত গত মঙ্গলবার থেকে ফের জ্বর আসে তাঁর, শুরু হয় শ্বাসকষ্টও। তাই দিন দশেক বাড়িতেই আইসোলেশনে থাকলেও বুধবার হাসপাতালে ভরতি হন তিনি। প্লেটলেট কমতে শুরু করায় শারীরিক ভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েন সিসৌদিয়া।
সিসৌদিয়া ভরতি হয়েছেন দিল্লির সরকারি হাসপাতাল লোক নায়ক জয়প্রকাশ হাসপাতালে। দেশের বহু রাজনীতিক যেখানে বেসরকারি হাসপাতালেই যান চিকিৎসার জন্যে, সেখানে সিসৌদিয়া তাৎপর্যপূর্ণ ভাবে সরকারি হাসপাতালকেই বেছে নিয়েছেন।
সিসৌদিয়া, দিল্লি সরকারের দ্বিতীয় মন্ত্রী যিনি কোভিডে আক্রান্ত হয়েছেন। গত জুনে আক্রান্ত হয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তবে তাঁর শারীরিক অবস্থা একটা সময়ে গুরুতর হওয়ায় প্লাজমা দিতে হয়েছিল তাঁকে। সেই দিক থেকে দেখতে গেলে কোভিড সিসৌদিয়াকে খুব একটা কাবু করতে পারেনি, যেটা ডেঙ্গি করেছে।
উল্লেখ্য, প্রায় দু’মাস দিল্লির করোনা সংক্রমণ স্তিমিত থাকার পর গত ২০ দিনে ফের সংক্রমণ বাড়ছে দিল্লিতে। তবে গত সাত দিনে সংক্রমণের সংখ্যায় একটা পতন দেখা গিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, রাজধানী করোনার দ্বিতীয় ঢেইয়ের চুড়াও অতিক্রম করেছে।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
অবস্থা গুরুতর, সর্বোচ্চ ‘লাইফ সাপোর্টে’ এস পি বালসুব্রহ্মণ্যম
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।