theog cpim

থিওগ: বিজেপি এবং কংগ্রেসের টক্করের মধ্যে চমকপ্রদ ঘটনা ঘটে গেল হিমাচল প্রদেশে। প্রায় আড়াই দশক পরে সেখানে খাতা খুলল সিপিআইএম। শিমলার কাছে থিওগ কেন্দ্রটি জিতে নিয়েছেন সিপিআইএম প্রার্থী রাকেশ সিংহ।

১৯৯৩ সালে শেষ বার সিপিআইএমের বিধায়ক পেয়েছিল হিমাচল। সে বারও জিতেছিলেন সিপিআইএমের প্রবীণ নেতা রাকেশ সিংহই। তারপর আবার এই নির্বাচনে। নিকটতম প্রার্থী বিজেপির রাকেশ বর্মাকে ১৯৮৩ ভোটে হারিয়েছেন সিংহ।

এ বার হিমাচলে প্রচারে বেশ জোর দিয়েছিল সিপিআইএম। চোদ্দোটা আসনে প্রার্থী দিয়েছিল তারা। এ বারের নির্বাচনী প্রচারে দায়িত্বশীল বিরোধী হওয়ার স্লোগান দিয়েছিল দল। প্রচারে হাজির ছিলেন মহম্মদ সেলিম, বৃন্দা কারাটদের মতো হেভিওয়েটরাও। পশ্চিমবঙ্গ, কেরল এবং ত্রিপুরার বাইরে নিজেদের প্রভাব বিস্তার করতে পেরে, দল যে বাড়তি অক্সিজেন পাবে সেটা বলাই বাহুল্য।

থিওগ আসনটি কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল। সেখান থেকে জিততেন কংগ্রেস নেত্রী বিদ্যা স্টোক্স। কিন্তু এবার তাঁকে টিকিট দেয়নি দল। ওই আসনে কংগ্রেস নেমে এসেছে তিন নম্বরে।

এই জয় থিওগের সাধারণ মানুষকে উৎসর্গ করেছে সিপিআইএম।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here