Shah Rukh Khan

ওয়েবডেস্ক: বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২৭ বছর পূর্ণ করলেন শাহরুখ খান। সেই ঘটনাকে স্মরণ করেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের ঝড় বইয়ে দিচ্ছেন কিং খান-ভক্তরা। শাহরুখ নিজেও একটা ভিডিও পোস্ট করেছেন। যা দেখে শাহরুখকে ‘ট্রোল’ করলেন সচিন তেন্ডুলকর।

শাহরুখের ওই ভিডিওতে শাহরুখ প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে শরদকে ধন্যবাদ জানিয়েছেন বাইকের জন্য। ওই বাইকে বসেই স্মৃতিচারণ করছেন শাহরুখ। তা হলে কী এমন রয়েছে, ‘শিক্ষা’ দেওয়ার মতো?

ওই ভিডিওর একটা ছবিতে দেখা যাচ্ছে, মোটর বাইকের উপর বসে রয়েছেন শাহরুখ। ক্যামেরা তাক করে রয়েছে তাঁকে। তিনি একটার পর একটা শট দিচ্ছেন। বাইক চালাচ্ছেন। কিন্তু বাইকের সওয়ারি শাহরুখের মাথায় নেই হেলমেট। এই দৃশ্য চোখ এড়ায়নি সচিনের। যে কারণে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি মজা করে হেলমেট ব্যবহারের পরামর্শও দিয়েছেন।

তিনি লিখেছেন, “প্রিয় ‘বাজিগর’, ‘জব তক হ্যায় জান’, ততক্ষণ ‘চাক’ দে হেলমেট করবেন না”।

সচিনের টুইটের পরই প্রত্যুত্তর দিয়েছেন শাহরুখও। এমন উচিত শিক্ষা দেওয়ার জন্য কৃতজ্ঞতাপ্রকাশও করেছেন। লিখেছেন, “হেলমেট পরে অন ড্রাইভ…অফ ড্রাইভ এবং স্ট্রেট ড্রাইভ-এর শিক্ষা আপনার থেকে ভালো কে আর দিতে পারবেন”!

নীচে দেখুন শাহরুখের টুইট করা সেই ভিডিও-

https://twitter.com/iamsrk/status/1143540169464635394
dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন