Homeখবরদেশঘূর্ণিঝড় 'দানা' আরও কাছে, নিরাপদ স্থানে সরানো হয়েছে প্রায় ১০ লক্ষ মানুষকে

ঘূর্ণিঝড় ‘দানা’ আরও কাছে, নিরাপদ স্থানে সরানো হয়েছে প্রায় ১০ লক্ষ মানুষকে

প্রকাশিত

নয়াদিল্লি: দেশের পূর্ব উপকূলে আসন্ন ঘূর্ণিঝড় ‘দানা’-এর সম্ভাব্য ক্ষয়ক্ষতির শঙ্কায় বৃহস্পতিবার প্রায় ১০ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ওড়িশা ও পশ্চিমবঙ্গে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে, বিমানবন্দর ও রেল পরিষেবা স্থগিত রাখা হয়েছে, পাশাপাশি উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সতর্কতা।

বৃহস্পতিবার ওড়িশায় ঘূর্ণিঝড় দানা আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই ঝড়ের গতিবেগ ঘণ্টায় প্রায় ১০০-১১০ কিমি। ১৯৯৯ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় থেকে শিক্ষা নিয়ে এ বার যথেষ্ট সতর্কতা নেওয়া হয়েছে। ওড়িশা সরকারের বিপর্যয় মোকাবিলা সংস্থা আগেভাগেই ৫,০০০টির বেশি আশ্রয় শিবির স্থাপন করেছে, যেখানে বাসিন্দাদের নিরাপদে রাখা হয়েছে।

New Project 8 1

শিয়ালদহ। ছবি: রাজীব বসু

ওড়িশা ও পশ্চিমবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে, কিছু এলাকায় অতি ভারী বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় বন্যা ও ভূমিধসের সম্ভাবনাও রয়েছে। সমুদ্রে ঝুঁকি থাকায় মৎসজীবীদের কাজ বন্ধ রাখা হয়েছে। কলকাতা এবং ভুবনেশ্বর বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল প্রায় ৩০০ বিমান। ভারতীয় রেলওয়ে ৫০০টির বেশি ট্রেন বাতিল করেছে। রেলের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে বাতিল করা হচ্ছে প্রায় ৫৫০টি ট্রেন।

আসন্ন ঘূর্ণিঝড়ের ফলে ওড়িশার প্রায় ৪ কোটি ২০ লক্ষ জনসংখ্যার প্রভাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে, যাঁরা সমুদ্র উপকূলে কাঁচা ঘরে বসবাস করেন তাঁদের জন্য এটি আরও বিপজ্জনক। তবে ১৯৯৯ সালের ঘূর্ণিঝড়ে যে অভিজ্ঞতা হয়েছিল, সেই শিক্ষার ফলে এখন ওড়িশা রাজ্য অনেক বেশি প্রস্তুত। সরকারের গৃহীত পদক্ষেপগুলির মধ্যে রয়েছে ঝড় মোকাবিলার জন্য আশ্রয়কেন্দ্র তৈরি, দ্রুত সরিয়ে নেওয়ার পরিকল্পনা এবং দ্রুত উদ্ধার কার্যক্রম। একই ভাবে যাবতীয় প্রস্তুতি নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারও।

New Project 9

হাওড়া। ছবি: রাজীব বসু

বৃহস্পতিবার ভারতীয় নৌবাহিনী ও অন্যান্য উদ্ধারকারী দলকে প্রস্তুত রাখা হয়েছে এবং বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের কারণে জনজীবন যাতে সম্পূর্ণরূপে বিপর্যস্ত না হয়, সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার আবহাওয়া দফতর জানায়, শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার উপকূলের দিকে আরও এগিয়ে এসেছে ঘূর্ণিঝড় ‘দানা’। এ দিন মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে ওড়িশার ভিতরকণিকা এবং ধামারা মাঝে আছড়ে পড়তে পারে সেটি। 

Advertisements
Claim Your Gift Card Now
- Advertisement -Claim Your Gift Card Now

সাম্প্রতিকতম

বিশ্বের মোট ডায়াবেটিস রোগীর এক-চতুর্থাংশই ভারতে: ল্যানসেট রিপোর্ট

গোটা বিশ্বে এখন ভয়ঙ্কর আকার ধারণ করেছে মধুমেহ বা ডায়াবেটিস রোগ। প্রতি বছর ১৪...

এ বার বাতাসের গুণমান জানিয়ে দিচ্ছে গুগল ম্যাপস

আজকাল সব দেশের মানুষই কমবেশি বায়ুদূষণের সমস্যায় জর্জরিত। এই পরিস্থিতিতে মুশকিল আসান হয়ে হাজির...

ভারতে কি হোয়াটসঅ্যাপও নিষিদ্ধ হয়ে যাবে? মামলা খারিজ করে কী বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করার আবেদন জানিয়ে দায়ের একটি জনস্বার্থ মামলা (PIL) খারিজ করল সুপ্রিম...

পরিবহনমন্ত্রীর উপস্থিতিতে কলকাতা বিমানবন্দরে র‌্যাপিডোর নতুন ‘এয়ারপোর্ট ক্যাব সার্ভিস’ উদ্বোধন

কলকাতা: ভারতের বৃহত্তম রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম র‌্যাপিডো (Rapido) এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) মিলে...

আরও পড়ুন

ভারতে কি হোয়াটসঅ্যাপও নিষিদ্ধ হয়ে যাবে? মামলা খারিজ করে কী বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করার আবেদন জানিয়ে দায়ের একটি জনস্বার্থ মামলা (PIL) খারিজ করল সুপ্রিম...

উপনির্বাচনে সরকারি আধিকারিককে চড় মারা সেই নির্দল প্রার্থী গ্রেফতার

রাজস্থানের টঙ্ক জেলার সেই নির্দল প্রার্থী নরেশ মীনাকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গ্রেফতার করেছে পুলিশ।...

মণিপুরে ৩ সন্তানের মাকে পুড়িয়ে মারার আগে নৃশংস নির্যাতন করা হয়েছিল, বলছে ময়না তদন্তের রিপোর্ট

মণিপুরের জিরিবামে এক ৩১ বছরের মহিলাকে ধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ। ময়নাতদন্তের রিপোর্টে ভয়ঙ্কর নির্যাতনের প্রমাণ।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে