বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সতর্কতা আবহাওয়া দফতরের, কবে প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গে?

0

কলকাতা: আয়লা, ফণী, উম্পুন, ইয়াস-এর মাসে এ বার আসতে চলেছে অশনি। কিন্তু কবে, কী ভাবে, ঠিক কোথায় সে আসবে সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আলিপুর আবহাওয়া দফতর তার সতর্কতা জারি করে দিয়েছে।

শুক্রবার একটি বিশেষ বুলেটিন প্রকাশ করে আবহাওয়া দফতর। সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। ইতিমধ্যেই, ঘূর্ণিঝড়ের জন্মদাতা নিম্নচাপটি তৈরি হয়ে গিয়েছে দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে।

কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে ওই নিম্নচাপটির ব্যাপারে প্রাথমিক একটি গতিপথের মানচিত্র দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। ১০ মে সেটি উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার কাছাকাছি চলে আসবে ঘূর্ণিঝড় হিসেবে। যদিও এর পর সে কী করবে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

এতদূর পর্যন্ত পূর্বাভাসে কোথাও পশ্চিমবঙ্গ উপকূলে বিপদের কথা বলা হয়নি। আর ঘূর্ণিঝড় যদি এর পরেও সোজা গতিপথ মেনে একদম ওড়িশা-অন্ধ্রপ্রদেশে চলে যায়, তা হলে পশ্চিমবঙ্গ উপকূলের কোনো বিপদ নেই। কিন্তু এখানেই রয়েছে টুইস্ট। মনে করা হচ্ছে এই ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি এসে ঝড়টি একটা বাঁক নেবে। সে উত্তরপূর্ব দিকে ঘুরে গিয়ে তার অভিমুখ পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই করে নেবে।

যদিও প্রাথমিক ভাবে এটা মনে করা হচ্ছে যে ঘূর্ণিঝড় সরাসরি ভাবে পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানবে না। হয়তো সে আরও একটু সরে গিয়ে বাংলাদেশের দিকে চলে যাবে। অথবা সে সমুদ্রেই ক্রমশ দুর্বল হতে হতে পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে নিম্নচাপ হিসেবে। ফলে এখনও এ রাজ্যের জন্য মারাত্মক কোনো বিপদের আশংকা নেই।

তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব রাজ্যে পড়বে। সোমবার থেকে রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে। পরের তিন চার দিন, গোটা দক্ষিণবঙ্গ জুড়েই দফায় দফায় ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে থাকতে পারে ঝোড়ো হাওয়াও। সমুদ্র উত্তাল থাকতে পারে।

আরও পড়তে পারেন: 

সৌরভের বাড়িতে অমিত শাহর নৈশভোজে বাঙালি মেনু, সঙ্গে মিষ্টি দই, রসগোল্লাও

‘নিজেরা লড়ুন, দিল্লির দিকে তাকিয়ে থাকলে হবে না’, রাজ্য বিজেপি-কে চাঙ্গা করতে টোটকা অমিত শাহের

ভগবান কৃষ্ণের মতোই নাগারাজুর ছবি বুকে আঁকড়ে থাকবেন সদ্য স্বামীহারা সুলতানা

আরজি কর নয়, আলিপুর কমান্ড হাসপাতালে ময়নাতদন্ত হবে বিজেপি কর্মীর, নির্দেশ হাইকোর্টের

মমতা বলেছিলেন রসগোল্লা-দই খাওয়াতে, অমিত শাহের আপ্যায়নে সে সবই কি রাখছেন সৌরভ?

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.