গুয়াহাটির পাণ্ডুর ৪ নম্বর কলোনি এলাকায় এ বছরে কালীপুজোর থিম দক্ষিণেশ্বর কালী মন্দির। এখানে ১৫ ফুট উচ্চতার মা কালীর বিশাল মূর্তি তৈরি করা হয়েছে।
উদ্যোক্তারা জানান, ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৪ পর্যন্ত এই পূজা উদযাপন করবে ত্রিধারা বয়েজ। মণ্ডপটি নির্মাণে ব্যয় হয়েছে ১০ লাখ টাকা।
উৎসবের সূচনা হবে ৩০ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। এরপর ৩১ অক্টোবর দেবী কালীর পুজো অনুষ্ঠিত হবে। ১ নভেম্বর দিওয়ালি উদযাপনের সঙ্গে প্রসাদ বিতরণ করা হবে এবং ২ নভেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে নানান রঙিন পরিবেশনা। এ ভাবেই শেষ হবে এ বারের উৎসব।
এই পুজোর আয়োজক ত্রিধারা বয়েজের তরফ থেকে স্থানীয় সম্প্রদায়ের কাছে একটি বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা মণ্ডপটি দেখতে আগ্রহী দর্শনার্থীরা এখন শুধু অপেক্ষার প্রহর গুনছে।