বেজিং: দলাই লামাকে ‘একগুঁয়ে’-র মতো ‘বিতর্কিত’ অরুণাচল প্রদেশে ঢুকতে দিয়েছে ভারত। এর ফলে চিন-ভারত সম্পর্ক এবং চিনের স্বার্থে ‘গুরুতর ধাক্কা’ লেগেছে। জানিয়ে দিল বেজিং। এ ব্যাপারে তাঁরা কূটনৈতিক স্তরে প্রতিবাদ জানাবে বলেও মন্তব্য করেছেন চিনা বিদেশ দফতরের মুখপাত্র হুয়া চুনাইং।
৯ দিনের অরুণাচল সফরে মঙ্গলবারই বমডিলায় পৌঁছেছেন ৮১ বছর বয়সি তিব্বতি ধর্মগুরু দলাই লামা।
বরাবরই চিনের দাবি, অরুণাচল প্রদেশের বেশ কিছুটা এলাকা আসলে দক্ষিণ তিব্বতের অংশ।
দলাই লামার এই সফরে আসার ঘোষণার পর থেকেই আপত্তি জানিয়ে আসছে চিন। এই সফরেই তিব্বতি ধর্মগুরুর সঙ্গে দেখা করার কথা কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর। সে ক্ষেত্রে তিনিই হবেন ভারতের প্রথম কোনো কেন্দ্রীয় মন্ত্রী, যিনি দলাইয়ের সঙ্গে প্রকাশ্য দেখা করবেন।
আরও পড়ুন: চিনের চাপ অগ্রাহ্য, অরুণাচল সফরে দলাইয়ের সঙ্গে দেখা করবেন মন্ত্রী
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।