mount acongua summit

ওয়েবডেস্ক: সব থেকে বয়স্ক ভারতীয় হিসেবে এশিয়ার বাইরে উচ্চতম শৃঙ্গ আর্জেন্তিনার আকোনগুয়া জয় করলেন দেবব্রত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটে নাগাদ আরও তিন পর্বতারোহীকে নিয়ে এই শৃঙ্গ জয় করেন তিনি।

৫৬ বছরের দেবব্রতবাবু ছাড়াও এই দলে ছিলেন শিলিগুড়ির দেবব্রত ঘোষ, মুম্বইয়ের প্রিয়ঙ্ক বাডোলা এবং কালিফোর্নিয়ার ভূমিকা জৈন। প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে এই শৃঙ্গ জয় করেছেন তাঁরা। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে ক্যাম্প চোলেরা থেকে যাত্রা শুরু করেন তাঁরা। সেই সময়ে তাপমাত্রা ছিল হিমাঙ্কের ১৫ ডিগ্রি নীচে, হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ৪৫ কিলোমিটার। পরিস্থিতি প্রতিকূল দেখে রণে ভঙ্গ দিয়ে ক্যাম্পে ফিরে যান আরও দু’জন পর্বতারোহী। কিন্তু নিজেদের লক্ষ্যে স্থির ছিলেন দেবব্রতবাবু-সহ বাকি চারজন।

অবশেষে বিকেল সাড়ে তিনটে নাগাদ সমুদ্রতল থেকে ২২,৮৩৭ ফুট উচ্চতার আকোনগুয়া জয় করেন তাঁরা। কিছুক্ষণ শৃঙ্গে থাকার পরে ফিরতি যাত্রা শুরু করেন তাঁরা। শুক্রবার প্লাজা দে মুলাসের বেস ক্যাম্পে ফিরে আসেন তাঁরা। এ বার তাঁদের ফেরার পালা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here