নয়া দিল্লি: প্রবল বর্ষণে ভেঙে পড়ল দিল্লির এক নম্বর বিমানবন্দরের টার্মিনালের ছাদের একাংশ। এই দুর্ঘটনায় কমপক্ষে ছয় জন আহত এবং এক জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি হয় শুক্রবার সকাল সাড়ে পাঁচটার দিকে।
দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ ভেঙে পড়ার কারণে বেশ কয়েকটি গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে। একটি গাড়ির ভিতরে এক ব্যক্তি আটকে পড়েন। তাঁকে উদ্ধারের চেষ্টার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োগুলির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
দিল্লির দমকল বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণে আপাতত এক নম্বর টার্মিনাল থেকে সমস্ত বিমানের উড়ান স্থগিত রাখা হয়েছে এবং নিরাপত্তার কারণে ‘চেক-ইন’ কাউন্টারগুলিও বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার থেকেই দিল্লিতে প্রবল বৃষ্টি শুরু হয়েছে, যার ফলে রাজধানীর বিভিন্ন জায়গায় জল জমে জনজীবন বিপর্যস্ত হয়েছে। মিন্টো রোড সহ বেশ কয়েকটি রাস্তায় এক কোমর জল জমেছে। এএনআইয়ের একটি ভিডিয়োতে মিন্টো রোডে গাড়ি ভেসে যেতে দেখা গিয়েছে।
গত কয়েক দিনে দিল্লির তাপমাত্রা ৪০-৪৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছিল। তবে, বৃহস্পতিবারের বৃষ্টির কারণে তাপমাত্রা একধাক্কায় ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দিল্লিতে ৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
দিল্লির প্রবল বর্ষণে তৈরি হওয়া এই বিপর্যয় জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। বিমানবন্দরের ছাদ ভেঙে পড়ার দুর্ঘটনা এবং জল জমার কারণে রাজধানীর মানুষের ভোগান্তি বেড়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রশাসন দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
#WATCH | "A roof collapsed at Terminal-1 of Delhi airport. 3 fire tenders were rushed to the spot", says an official from Delhi Fire Services
— ANI (@ANI) June 28, 2024
(Video source – Delhi Fire Services) pic.twitter.com/qdRiSFrctv
বিরোধীদের তোপ
এই ঘটনায় প্রধানমন্ত্রীকে নিশানা করেছে বিরোধীরা। চলতি বছরের মার্চে টাইর্মিনালে ভেঙে পড়া অংশের উদ্বোধন হয়। ১০ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে ১৫ টি বিমানবন্দরের প্রকল্পের উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যে প্রকল্পের ব্যয় ছিল ৯,৮০০ কোটি টাকা। এই প্রকল্পগুলির মধ্যে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারিত টার্মিনাল ১উদ্বোধন করা হয়। বিরোধীদের অভিযোগ, লোকসভা নির্বাচনের প্রচারের জন্য প্রধানমন্ত্রী মোদী ‘তাড়াতাড়ি করে’ একটি ‘অসম্পূর্ণ টার্মিনাল’ উদ্বোধন করেছেন।
প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করেছেন, “তাঁর নির্বাচনী প্রচারের অংশ হিসাবে ১১ মার্চ, ২০২৪-এ টার্মিনালটি উদ্বোধন করা হয়।”