নয়াদিল্লি: উৎসবের মরশুমে হামলা চালানোর লক্ষ্যে দিল্লিতে ঢুকে পড়েছে জইশ-এ-মহম্মদের চার জঙ্গি। গোয়েন্দাদের তরফে এই তথ্য পেয়েছে দিল্লি পুলিশ। জঙ্গিরা প্রত্যেকে সশস্ত্র বলেই জানা গিয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে, দিল্লিতে এই জঙ্গি ঢুকে পড়ার খবর বুধবার সন্ধ্যায় পেয়েছে দিল্লি পুলিশ। তার পরেই শহরে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানোর হয়েছে।
এই তথ্য পাওয়ার পরেই বুধবার সন্ধ্যা থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ। যে যে জায়গায় ভিড় বেশি, সেখানে তল্লাশি করা হয়েছে।
উল্লেখ্য, কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা তুলে নেওয়ার বদলা হিসেবে জইশ জঙ্গিরা বিভিন্ন ভাবে হামলা চালাতে পারে, এই ব্যাপারে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। মনে করা হচ্ছে, উৎসবের মরশুমে দিল্লি-সহ ভারতের বিভিন্ন জায়গা জঙ্গিদের নজরে রয়েছে।
আরও পড়ুন প্রকৃতির রোষ! দুর্গাপুজোর আনন্দ থেকে বঞ্চিত ওরা
২০০৫ সালে দেওয়ালির ঠিক আগেই ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল দিল্লি। মৃত্যু হয়েছিল অসংখ্য মানুষের। সেই হামলার পেছনে ছিল লস্কর জঙ্গিরা।
এর আগে দিল্লিতে শেষ বার জইশ জঙ্গিরা হামলা চালিয়েছিল ২০০১ সালে। সংসদ ভবনে সেই হামলায় মৃত্যু হয়েছিল কয়েক জন নিরাপত্তাবাহিনী।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।