মঙ্গলবার দিল্লি বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। ৭০টি আসনের জন্য এক ধাপেই ভোটগ্রহণ আগামী ৫ ফেব্রুয়ারি। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৮ ফেব্রুয়ারি।
প্রেস কনফারেন্সে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোটারদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘‘গণতন্ত্র একটি সুন্দর বাগান, এটি ভোট দিয়ে সাজিয়ে রাখুন।’’
দিল্লি বিধানসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ তথ্য
- তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসন: ১২
- ভোটকেন্দ্রের সংখ্যা: ১৩,০৩৩
- মোট ভোটার: ১.৫৫ কোটি
- পুরুষ ভোটার: ৮৩.৪৯ লক্ষ
- মহিলা ভোটার: ৭১.৭৪ লক্ষ
- প্রথমবার ভোটার: ১.০৮ লক্ষ
- তরুণ ভোটার (২৫-২৯ বছর): ২৫.৮৯ লক্ষ
ত্রিমুখী লড়াই
এই নির্বাচনে আম আদমি পার্টি (আপ), ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং কংগ্রেসের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ টানা তৃতীয় বার ক্ষমতায় আসার লক্ষ্যে নির্বাচনে নামছে। অন্যদিকে, বিজেপি আপ-র বিজয়রথ থামাতে এবং কংগ্রেস রাজধানীর রাজনীতিতে নিজেদের হারানো অবস্থান ফিরে পেতে চেষ্টা করছে।
প্রধান ইস্যু
২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে নাগরিকদের বিভিন্ন উদ্বেগমূলক বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যে রয়েছে অপরাধ থেকে সুরক্ষা এবং নিরাপত্তা, জল সরবরাহশিক্ষা, নারীর ক্ষমতায়ন, ফ্রি সুবিধা’ সংক্রান্ত রাজনীতি
২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচন
গত নির্বাচনে ৭০টির মধ্যে ৬২টি আসনে জয়লাভ করে আপ। বিজেপি মাত্র ৮টি আসন পায় এবং কংগ্রেস একটি আসনও জিততে পারেনি। ভোটদানের হার ছিল ৬২.৮২ শতাংশ, যা ২০১৫ সালের তুলনায় ৪.৬৫ শতাংশ কম।
এবারের নির্বাচনেও দিল্লি কি আবার আপ-কে সমর্থন করবে, না কি পাল্টাবে রাজনৈতিক ছবি—তা জানার অপেক্ষায় গোটা দেশ।