নয়াদিল্লি:আবগারী দুর্নীতি মামলায় দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এই মামলার তদন্ত করছে। সিবিআই জানিয়েছে, ‘তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে’ কেজরীওয়ালের হেফাজত প্রয়োজন। তদন্তকারী সংস্থার যুক্তি শুনে দিল্লির মুখ্যমন্ত্রীকে সিবিআই হেফাজত দিয়েছে আদালত।
তিন দিনের সিবিআই হেফাজত শেষ হওয়ার পর তাঁকে আজ শনিবার সকালে আদালতে হাজির করা হয়। বিশেষ বিচারক সুনেনা শর্মা তাঁর আদেশ বহাল রাখেন। সিবিআই রিমান্ডের আবেদনে করেছিল। তাদের অভিযোগ, কেজরীওয়াল সহযোগিতা করেননি এবং অস্পষ্ট উত্তর দিয়েছেন।
সিবিআই জানিয়েছে, “প্রমাণের মুখোমুখি হলে, তিনি দিল্লির ২০২১-২২ নতুন মদ নীতির অধীনে পাইকারদের লাভের মার্জিন ৫ শতাংশ থেকে ১২ শতাংশ বৃদ্ধি সম্পর্কে সঠিক ও সত্য উত্তর দেননি।”
গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরীওয়ালকে গ্রেফতার করে ইডি। তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি। ফলে দেশের ইতিহাসে তিনিই প্রথম মুখ্যমন্ত্রী হন, যাঁকে পদে থাকাকালীন গ্রেফতার করা হয়।
আদালতের এই নির্দেশের ফলে তিহার জেলেই থাকতে হবে তাঁকে।