খবর অনলাইনডেস্ক: আরজি কর কাণ্ডের পরও চিকিৎসক নিগ্রহের ঘটনা থামছে না। এবার আরও ভয়ংকর। হাসপাতালের ভিতরেই খুন হয়ে গেলেন চিকিৎসক। বৃহস্পতিবার সকালে দিল্লির জৈতপুর এলাকার নিমা হাসপাতালে এই ঘটনাটি ঘটে।
হাসপাতালের কর্মীদের বয়ান অনুযায়ী, বুধবার প্রায় মধ্যরাতে ওই দুই কিশোর এসেছিল। তাদের বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। এক কিশোরের পায়ে চোট ছিল। ড্রেসিং করার পর ওই দুই কিশোর প্রেসক্রিপশন চাওয়ার নাম করে চিকিৎসকের কেবিনে যান। কয়েক মিনিট বাদেই গুলির শব্দ শোনা যায়। হাসপাতালের কর্মীরা ভিতরে গিয়ে দেখেন, ওই চিকিৎসকের মাথায় গুলি লেগেছে।
চিকিৎসককে হত্য়ার পরই অভিযুক্তরা হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়। এদিকে, চিকিৎসক খুনের খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের সিসিটিভি ফুটেজ।
উল্লেখ্য, আরজি কর কাণ্ডের পর থেকেই চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি এখন গুরুত্ব পেয়েছে। যদিও এত কিছুর পরেও নিগ্রহ থামছে না। কিছু দিন আগে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজে ফের এমন নিগ্রহের ঘটনা ঘটে। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গিয়েছে এদিনের দিল্লির এই ঘটনাটি। এর পর দিল্লির চিকিৎসকরা নতুন করে আন্দোলন শুরু করেন কি না, সেটাই দেখার।