Homeখবরদেশন্যায় সংহিতায় মামলা দায়ের মহুয়া মৈত্রের বিরুদ্ধে, তদন্ত শুরু দিল্লি পুলিশের

ন্যায় সংহিতায় মামলা দায়ের মহুয়া মৈত্রের বিরুদ্ধে, তদন্ত শুরু দিল্লি পুলিশের

প্রকাশিত

অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ৭৯ ধারায় (একজন মহিলার মর্যাদাকে আঘাত করা) মামলা দায়ের করা হয়েছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। 

শুক্রবার (৫ জুলাই) দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করে মহিলা কমিশন। পুলিশের স্পেশাল সেল রবিবার (৭ জুলাই) একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করে। দিল্লি পুলিশের স্পেশাল সেলের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশনস (আইএফএসও) ইউনিট এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলটি খতিয়ে দেখবে যেখান থেকে রেখা শর্মার বিরুদ্ধে অবমাননাকর ভাষা ব্যবহার করা হয়েছিল।

আরও পড়ুন। জিও-এয়ারটেল-ভোডাফোন প্ল্যানের দাম বেড়েছে, বিএসএনএলে পোর্ট করার হুড়োহুড়ি! 

কী ঘটেছিল

মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা সম্প্রতি হাথরাসে পদপিষ্ট হলে বহু মানুষের মৃত্যুর পর সেখানে যান। এই ঘটনার একটি ভিডিয়ো সামজমাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিয়োটিতে দেখা যায়, এক ব্যক্তি রেখা শর্মার পিছনে হাঁটছেন এবং তাঁর মাথায় একটি ছাতা ধরে আছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ শেয়ার করা হয়েছে, যেখানে এক নেট নাগরিক প্রশ্ন করেন, রেখা শর্মা কেন নিজের ছাতা বহন করতে পারবেন না। এই মন্তব্যের জবাবে মহুয়া মৈত্র বলেন, “তিনি(রেখা শর্মা) তাঁর বসের পায়জামা সামলাতে খুব ব্যস্ত।’’ তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়।

 এর মন্তবের পরই মহুয়া মৈত্রের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে জাতীয় মহিলা কমিশন। দিল্লি পুলিশের বিশেষ সেল এটি তদন্ত করছে।

সাম্প্রতিকতম

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পে নতুন উদ্যোগ, এ বার উপভোক্তাদের ঘরে পৌঁছবে লাইফ সার্টিফিকেট

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের হাতে ঘরে গিয়ে তুলে দেওয়া হচ্ছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট। রাজ্যের লক্ষাধিক প্রবীণ, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকরা উপকৃত।

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে ছাড়বে ট্রেন।

ঝাড়খণ্ডে হড়পা বানে ওড়িশার বালেশ্বরে জলমগ্ন ১৭টি পঞ্চায়েত, ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষ

ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জেরে সুবর্ণরেখা নদীতে হড়পা বান, ওড়িশার বালেশ্বরে ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ১৭টি গ্রাম পঞ্চায়েত জলের তলায়।

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে