অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ৭৯ ধারায় (একজন মহিলার মর্যাদাকে আঘাত করা) মামলা দায়ের করা হয়েছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে।
শুক্রবার (৫ জুলাই) দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করে মহিলা কমিশন। পুলিশের স্পেশাল সেল রবিবার (৭ জুলাই) একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করে। দিল্লি পুলিশের স্পেশাল সেলের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশনস (আইএফএসও) ইউনিট এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলটি খতিয়ে দেখবে যেখান থেকে রেখা শর্মার বিরুদ্ধে অবমাননাকর ভাষা ব্যবহার করা হয়েছিল।
আরও পড়ুন। জিও-এয়ারটেল-ভোডাফোন প্ল্যানের দাম বেড়েছে, বিএসএনএলে পোর্ট করার হুড়োহুড়ি!
কী ঘটেছিল
মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা সম্প্রতি হাথরাসে পদপিষ্ট হলে বহু মানুষের মৃত্যুর পর সেখানে যান। এই ঘটনার একটি ভিডিয়ো সামজমাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিয়োটিতে দেখা যায়, এক ব্যক্তি রেখা শর্মার পিছনে হাঁটছেন এবং তাঁর মাথায় একটি ছাতা ধরে আছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ শেয়ার করা হয়েছে, যেখানে এক নেট নাগরিক প্রশ্ন করেন, রেখা শর্মা কেন নিজের ছাতা বহন করতে পারবেন না। এই মন্তব্যের জবাবে মহুয়া মৈত্র বলেন, “তিনি(রেখা শর্মা) তাঁর বসের পায়জামা সামলাতে খুব ব্যস্ত।’’ তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়।
এর মন্তবের পরই মহুয়া মৈত্রের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে জাতীয় মহিলা কমিশন। দিল্লি পুলিশের বিশেষ সেল এটি তদন্ত করছে।