৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ করা যাবে না। নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছে, দিল্লি নির্বাচনের ফল ঘোষণা করা হবে ৮ ফেব্রুয়ারি।
১৯৫১ সালের গণপ্রতিনিধিত্ব আইন (RP Act, 1951)-এর ১২৬এ(১) ধারা অনুযায়ী নির্বাচন কমিশন বুথ ফেরত সমীক্ষা নিয়ে এই নিষেধাজ্ঞা জারি করেছে। কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত মুদ্রিত বা ইলেকট্রনিক মাধ্যমসহ অন্য কোনো উপায়ে এক্সিট পোল পরিচালনা, প্রকাশ বা প্রচার করা যাবে না।
গণপ্রতিনিধিত্ব আইনের ১২৬এ ধারা অনুযায়ী, নির্বাচন কমিশন নির্দিষ্ট সময়সীমার মধ্যে এক্সিট পোল পরিচালনা ও প্রচার নিষিদ্ধ করতে পারে।
এক্সিট পোল হলো ভোটদানের পর নির্বাচকদের প্রতিক্রিয়ার ভিত্তিতে তৈরি করা সমীক্ষা। নির্বাচনের ফল ঘোষণার আগে জনমতের প্রতিফলন দেখানোর জন্য এক্সিট পোল পরিচালিত হয়। তবে অতীতে বহু ক্ষেত্রে এক্সিট পোলের পূর্বাভাস ভুল প্রমাণিত হয়েছে।
সম্প্রতি হরিয়ানা বিধানসভা নির্বাচনে সব এক্সিট পোল কংগ্রেসের জয় ভবিষ্যদ্বাণী করেছিল, কিন্তু বাস্তবে বিজেপি জয়লাভ করে।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে যে, গণপ্রতিনিধিত্ব আইনের ১২৬(১)(বি) ধারা অনুসারে, ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা আগে থেকে কোনো গণভোট বা জনমত সমীক্ষার ফল ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করা যাবে না।
দিল্লি বিধানসভা নির্বাচনের পাশাপাশি, উত্তরপ্রদেশের মিলকিপুর ও তামিলনাড়ুর ইরোড (পূর্ব) বিধানসভা আসনের উপনির্বাচনও ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।