Homeখবরদেশনিউ দিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা রেলের

নিউ দিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা রেলের

প্রকাশিত

নিউ দিল্লি রেল স্টেশনে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করল ভারতীয় রেল। এছাড়া গুরুতর আহতদের জন্য ২.৫ লাখ টাকা এবং সামান্য আহতদের জন্য ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

শনিবার দুপুর থেকেই প্রয়াগরাজের ট্রেনের জন্য নিউ দিল্লি স্টেশনে চাহিদা ছিল প্রচুর। একটি রিপোর্টে দাবি, রাতে চাহিদা এত বেড়ে গিয়েছিল যে, প্রতি ঘণ্টায় ১৫০০ করে জেনারেল টিকিট বিক্রি করা হচ্ছিল।

শনিবার রাত ৯টা নাগাদ নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসতেই যাত্রীরা হুড়োহুড়ি শুরু করেন। অতিরিক্ত ভিড়ের কারণে ওভারব্রিজ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মের চলন্ত সিঁড়ির কাছে ধাক্কাধাক্কির জেরে অনেকে মাটিতে পড়ে যান। এর জেরেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় কয়েকজনের।

প্রথমে দুর্ঘটনার কথা স্বীকার না করা হলেও পরে এলএনজেপি হাসপাতালের তরফে নিশ্চিত করা হয় যে পদপিষ্ট হয়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে, পরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮-তে।

সূত্রের খবর, দুর্ঘটনার সময় স্টেশনে আরপিএফের উপস্থিতি ছিল না। গুজব ছড়ায় যে দুটি ট্রেন বাতিল করা হয়েছে, ফলে যাত্রীরা একসঙ্গে ১৪ নম্বর প্ল্যাটফর্মে ভিড় জমাতে শুরু করেন। পরে ১৫ ও ১৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসার ঘোষণার পর ফের ছুটোছুটি শুরু হয়, আর তখনই ঘটে বিপর্যয়।

রেলওয়ে পুলিশের ডেপুটি কমিশনার কেপিএস মালহোত্রা জানিয়েছেন, “প্রয়াগরাজ এক্সপ্রেস ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল, সেই সময় ভিড় ছিল তুঙ্গে। পাশাপাশি, স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস ও ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেসও দেরিতে চলছিল, ফলে ওই দুই ট্রেনের যাত্রীরাও ১২, ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন।”

তাঁর মতে, প্রতি ঘণ্টায় কুম্ভগামী ট্রেনে ১৫০০-এর বেশি সাধারণ টিকিট বিক্রি হয়েছিল, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পদপিষ্টের ঘটনা ঘটে।

ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষ উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করার দাবি উঠেছে বিভিন্ন মহলে।

আরও পড়ুন: নিউ দিল্লি রেল স্টেশনে কুম্ভ পুণ্যার্থীদের ভিড়, হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১৮, কী ভাবে ঘটল দুর্ঘটনা?

সাম্প্রতিকতম

ক্ষমা চাইলেন না, শো কজের জবাবে অনড় হুমায়ুন কবীর

ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর দলের শো কজ নোটিসের জবাব দিয়েছেন, কিন্তু নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাননি। তিনি জানিয়েছেন, জাতির অপমান হলে তিনি চুপ থাকতে পারেন না। দল সিদ্ধান্ত নিক, তিনি তাঁর অবস্থানে অনড়।

১৯ তারিখ পর্যন্ত গরম, ২০ মার্চ থেকে ঝড়বৃষ্টি! দক্ষিণবঙ্গে মিলবে স্বস্তি

দক্ষিণবঙ্গে তীব্র গরম চলবে ১৯ মার্চ পর্যন্ত। ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা। জেনে নিন আবহাওয়া আপডেট।

আনন্দনগরী ও তার আশপাশে রঙের উৎসবের কিছু মুহূর্ত    

খবর অনলাইন ডেস্ক: রঙের উৎসব। কোথাও নাম দোল বা কোথাও হোলি। বছরের এই বিশেষ...

দৃষ্টিহীন শিশুদের সাথে ‘ফুল দোল’ উদ্‌যাপন করল ‘শারদীয়া’

খবর অনলাইন ডেস্ক: ‘লাইটহাউস ফর দ্য ব্লাইন্ড স্কুল’-এর দৃষ্টিহীন শিশুদের সাথে দোল উদ্‌যাপন করল...

আরও পড়ুন

বিবাহ বিচ্ছেদের মামলায় ব্যতিক্রমী রায় সুপ্রিম কোর্টে, স্ট্যাম্প ডিউটি ছাড়াই ফ্ল্যাট পেলেন স্ত্রী

সুপ্রিম কোর্টের এক সাম্প্রতিক মামলায় এক ব্যক্তি বিনা খোরপোশে বিবাহ বিচ্ছেদ পেলেও স্ত্রীকে মুম্বইয়ের...

জম্মু ও কাশ্মীরে সক্রিয় মাত্র ৫৯ জন পাকিস্তানি এবং ১৭ জন স্থানীয় সন্ত্রাসবাদী, জানাল সরকারি সূত্র

জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে। কেন্দ্রীয় সরকারের নানা...

দিল্লি এইমস থেকে ছাড়া পেলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

দিল্লির এইমস হাসপাতাল থেকে ছাড়া পেলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। হৃদযন্ত্রজনিত সমস্যার কারণে তিনি ৯...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে