দিল্লির রেল স্টেশনে শনিবার রাতে ভিড় ও ধাক্কাধাক্কির মধ্যে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন, যাদের মধ্যে ১১ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছে। আহত হয়েছেন একাধিক যাত্রী, যাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে শনিবার রাত ৯:৫৫ নাগাদ, যখন দুটি ট্রেনের দেরি এবং মহা কুম্ভের বিশেষ এক্সপ্রেস ট্রেনের জন্য প্ল্যাটফর্মে ব্যাপক ভিড় তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় যাত্রীদের।
কীভাবে তৈরি হল পরিস্থিতি?
পুলিশ ও রেল কর্তৃপক্ষের রিপোর্ট অনুযায়ী, নিউ দিল্লি রেল স্টেশনের ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মে আগে থেকেই ভিড় ছিল। যাত্রীরা অপেক্ষা করছিলেন দেরিতে আসা স্বাধীনতা সেনানি এক্সপ্রেস ও ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস ট্রেন ধরার জন্য। এর মধ্যেই রাত ১০:১০-এ প্রয়াগরাজ এক্সপ্রেস ছাড়ার ঘোষণা হয়, যা কুম্ভ মেলায় যোগ দিতে যাওয়া যাত্রীদের নিয়ে যাচ্ছিল।
রেল কর্তৃপক্ষ জানায়, স্টেশনে প্রায় ১৫০০ সাধারণ টিকিট বিক্রি হয়েছিল, যার ফলে একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ প্ল্যাটফর্মে ঢুকতে শুরু করেন।
এদিকে, গুজব রটে যে প্রয়াগরাজ এক্সপ্রেস অন্য প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, ফলে যাত্রীরা তাড়াহুড়ো করে সিঁড়ির দিকে ছোটেন। ধাক্কাধাক্কির মধ্যেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান কয়েকজন, যার ফলে ভয়াবহ পদপিষ্ট হয়ে যাওয়ার পরিস্থিতি শুরু হয়।
রেল মন্ত্রকের তদন্ত ও সরকারি প্রতিক্রিয়া
রেল মন্ত্রক এই ঘটনাকে “দুঃখজনক” বলে অভিহিত করেছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে দুই সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শোকবার্তা
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, “নিউ দিল্লি রেল স্টেশনে স্ট্যাম্পিডের ঘটনায় মর্মাহত। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সাহায্য করছে।”
দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা একে “দুর্ভাগ্যজনক ও বেদনাদায়ক” বলে উল্লেখ করেছেন এবং পুলিশ কমিশনার ও মুখ্য সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
नई दिल्ली रेलवे स्टेशन पर भगदड़ की दु:खद घटना:
— बेसिक शिक्षा सूचना केंद्र (@Info_4Education) February 15, 2025
बताया जा रहा है कि दिल्ली रेलवे स्टेशन की भगदड़ के बाद LNJP हॉस्पिटल में अभी तक 15 लाश पहुंची हैं। इसमें 3 बच्चे भी शामिल हैं, जबकि 10 घायलों का इलाज चल रहा है।#delhirailwaystation #NewDelhiRailwaystation #NewDelhi… pic.twitter.com/MgxX87o6vR
সম্প্রতি মহা কুম্ভ ঘিরে ট্রেনযাত্রীদের অতিরিক্ত ভিড়
মহা কুম্ভ উপলক্ষে অতিরিক্ত বিশেষ ট্রেন চালু করা হলেও, যাত্রীসংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। গত সপ্তাহেও বিহারের মধুবনী স্টেশনে স্বাধীনতা সেনানি এক্সপ্রেসে উঠতে না পেরে যাত্রীরা জানালার কাচ ভেঙে ফেলে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী সময়ে এমন ঘটনা এড়াতে স্টেশনগুলিতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে এবং কুম্ভ মেলার ট্রেন পরিচালনায় নতুন পরিকল্পনা নেওয়া হবে।
#WATCH | Stampede at New Delhi railway station | A porter (coolie) at the railway station says "I have been working as a coolie since 1981, but I never saw a crowd like this before. Prayagraj Special was supposed to leave from platform number 12, but it was shifted to platform… pic.twitter.com/cn2S7RjsdO
— ANI (@ANI) February 16, 2025