delhi woman slaps eve teaser

নয়াদিল্লি: যুবকটি যখন মহিলাকে বারবার উত্যক্ত করে যাচ্ছিল, তখন গুনাক্ষরেও সে টের পায়নি, কিছুক্ষণের মধ্যেই তার সঙ্গে কী ঘটতে চলেছে। যাকে সে উত্যক্ত করে চলেছে সেই মহিলাই কিনা তাকে থাপ্পড় মেরে থানায় নিয়ে যাবে। চমকপ্রদ এই ঘটনা ঘটেছে নয়াদিল্লির কারোলবাগে।

ঘটনার সময়ে ওই মহিলা তাঁর এক বন্ধুকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখনই তাঁদের পেছন থেকে উত্যক্ত করা শুরু করে চার-পাঁচজন যুবক। দুই বন্ধু প্রতিবাদ করেলেও ওই যুবকরা কান দেয়নি। এর পরে তাদের এড়িয়ে যাওয়ার জন্য দু’জনে অটোতে উঠে পড়েন। কিন্তু তাতেও রণে ভঙ্গ দেয়নি ওই যুবকের দল, বরং অন্য একটি অটোয় তাড়া করে তারা উত্যক্ত করা আরও বাড়িয়ে দেয়।

সহ্যের সীমার শেষ প্রান্তে এলে ওই মহিলা অটো থেকে নেমে পড়েন। ওই যুবকদের মধ্যে একজনের কলার টেনে কষিয়ে এক থাপ্পড় মারেন। বাকিরা ততক্ষণে পালিয়ে গিয়েছে। এর পর ওই যুবককে ধরে নিয়ে থানায় নিয়ে আসেন ওই মহিলা। ওই যুবক ছাড়া এই ঘটনায় এখনও পর্যন্ত আর একজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

দিল্লি পুলিশের তথ্য বলছে, দিনে গড়ে পাঁচটা ধর্ষণের ঘটনা ঘটে দিল্লিতে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here