দীর্ঘ ২৭ বছর পর দিল্লির ক্ষমতায় ফিরছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী ১৯ ফেব্রুয়ারি শপথ নিতে পারেন বলে সূত্রের খবর। এর আগে, ১৮ ফেব্রুয়ারি বিজেপির বিধায়ক দলের বৈঠক হবে, যেখানে মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করা হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্রান্স ও আমেরিকা সফর শেষে শুক্রবার রাতে দেশে ফেরার পর বিজেপির সরকার গঠনের প্রস্তুতি গতি পাবে। মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নड्डা এবং অন্যান্য শীর্ষ নেতারা মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি, এক বা দুই জন উপ-মুখ্যমন্ত্রী নিয়োগের বিষয়েও আলোচনা হতে পারে।
শপথ গ্রহণ অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণ করতে চায় বিজেপি। পিটিআই সূত্রের খবর, অনুষ্ঠানস্থল হিসেবে জওহরলাল নেহরু স্টেডিয়াম এবং রামলীলা ময়দানের নাম আলোচনায় রয়েছে।
৫ ফেব্রুয়ারির দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি ৭০টির মধ্যে ৪৮টি আসনে জয়ী হয়। দীর্ঘ দু’দশক ধরে দিল্লির ক্ষমতায় থাকা আম আদমি পার্টি (আপ) ২২ আসনে সীমাবদ্ধ থাকে। কংগ্রেস টানা তৃতীয়বারের জন্য একটি আসনও জিততে পারেনি।
উল্লেখ্য, ১৯৯৮ সালে শেষবার দিল্লিতে বিজেপি সরকার গঠন করেছিল। এরপর টানা নির্বাচনে পরাজিত হলেও, ২০২৫ সালে ঐতিহাসিক প্রত্যাবর্তন করেছে বিজেপি।