সিকিমে টানা ভারী বৃষ্টিপাতের ফলে জাতীয় সড়ক ১০ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কালিম্পং জেলা প্রশাসন এক নির্দেশিকা জারি করে জানায়, মেল্লি সেতু, রবিঝোরা, এবং লিখুভিড়ে ১০ নম্বর জাতীয় সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সড়কের মেরামতির কাজ চলার কারণে আপাতত সব ধরনের গাড়ির চলাচল বন্ধ রাখা হয়েছে।
এই সময় সিকিমে পর্যটকদের ভিড় থাকায়, ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হওয়ায় তারা বিপাকে পড়েছেন। তবে প্রশাসন পর্যটকদের কথা মাথায় রেখে কিছু বিকল্প পথের ব্যবস্থা করেছে। ছোট গাড়িগুলি আপাতত মানসং-১৭ মাইল-আলগাড়া-লাভা-গরুবাথান হয়ে শিলিগুড়ি যাতায়াত করতে পারবে। তুলনামূলক বড় এবং ভারী গাড়িগুলি পেডং-আলগাড়া-লাভা-গরুবাথান হয়ে শিলিগুড়ি পৌঁছতে পারবে। এছাড়া, কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার জন্য ২৭ মাইল থেকে তিস্তা ভ্যালি হয়ে দার্জিলিং পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
Teesta River's water abnormally rises after continuous rain in North Bengal and Sikkim #NH10 #Sikkim #Teesta pic.twitter.com/TyKORnvKcc
— vikram rai (@vikrundarj) October 4, 2023
গত কয়েকদিন ধরে উত্তর সিকিমে প্রবল বৃষ্টি চলছে। বিভিন্ন এলাকায় ধস নেমে লাচেন, চুংথাং, এবং মঙ্গনের রাস্তা বন্ধ হয়ে গেছে। এই কারণে অনেক পর্যটক আটকে পড়েছেন। আগামী দুই দিন উত্তর সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
প্রশাসনের এই সিদ্ধান্তে স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও উদ্বেগে রয়েছেন। তবুও, বিকল্প পথে চলাচল এবং নিরাপত্তার কথা বিবেচনা করে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত মেরামতির কাজ সম্পন্ন করে জাতীয় সড়ক ১০ পুনরায় চালু করা যাবে, যাতে সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা দূর হয়।
NH10 near Melli badly damaged after Massive Flood in Teesta River#Sikkim #Bengal pic.twitter.com/jFjeRyQ9JF
— Weatherman Shubham (@shubhamtorres09) October 4, 2023