Homeখবরদেশমহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, ঘোষণা করে দিলেন বিজেপি নেতা

মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, ঘোষণা করে দিলেন বিজেপি নেতা

প্রকাশিত

মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবীসের নাম ঘোষণা করলেন বিজেপি নেতা সুধীর মুঙ্গন্তিওয়ার। সোমবার তিনি জানান, “দলীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হবে। বিজেপি কোনো চমক দেবে না।”

মুঙ্গন্তিওয়ার আরও জানান, একনাথ শিন্ডে এই সিদ্ধান্তে অসন্তুষ্ট নন। বিজেপি নেতার কথায়, “কোনো বিভাগ নিয়ে দাবি জানানো মানেই অসন্তোষ নয়। শিন্ডে সবাইকে ভালোভাবে সামলান। তিনি সরকারের অংশ হবেন এবং যথাযোগ্য সম্মান পাবেন”।

এর আগেই জানা গিয়েছে, শপথগ্রহণ অনুষ্ঠান আগামী ৫ ডিসেম্বর মুম্বইয়ের আজাদ ময়দানে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন বলেও দাবি করেছেন বিজেপি নেতারা।

বিজেপি সূত্রে জানা গেছে, নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য বিজেপি বিধায়ক দলের বৈঠক ২ অথবা ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ফড়নবীসই মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন।

সোমবার বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, বিজেপির মুখ্যমন্ত্রী নির্বাচনের সিদ্ধান্তকে তিনি সমর্থন করবেন। তাঁর ছেলে শ্রীকান্ত শিন্ডেকে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে এবং শিবসেনা স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব পেতে আগ্রহী বলে জল্পনা চলছে।

সূত্রের খবর, বিজেপি নতুন মন্ত্রীসভায় ১৭ জন মন্ত্রী মনোনীত করতে পারে, যেখানে পুরনো এবং নতুন মুখের সমন্বয় থাকবে। শিন্ডের শিবসেনা থেকে ৯ জন এবং অজিত পওয়ার শিবির থেকে ৭ জন মন্ত্রী থাকতে পারেন।

এই প্রস্তাবিত মন্ত্রীসভা নিয়ে মহাযুতির মধ্যে আলোচনা চলতে থাকায়, শিবসেনার স্বরাষ্ট্রমন্ত্রক দাবির পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে।

২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি, শিবসেনা এবং অজিত পওয়ারের এনসিপিকে নিয়ে গঠিত মহাযুতি জোট ২৩০টি আসন দখল করেছে। তার মধ্যে বিজেপি একাই পেয়েছে ১৩২টি আসন। শিবসেনা ও এনসিপির আসনসংখ্যা যথাক্রমে ৫৭ ও ৪১। ফলে বিজেপি এনসিপির সমর্থন পেলেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা ১৪৫ আসন পার হয়ে যাবে, যা শিন্ডের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে।

আরও পড়ুন: বিধানসভায় মুখোমুখি মমতা-রাজ্যপাল, শপথগ্রহণ অনুষ্ঠানে সৌজন্যের বার্তা

সাম্প্রতিকতম

যুদ্ধবিরতির কয়েক দিনের মধ্যেই কি গাজার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে হামাস?

১৫ মাসের যুদ্ধেও হামাস ধ্বংস হয়নি। গাজায় ধ্বংসযজ্ঞের মধ্যেই পুনর্গঠন ও শক্তি অর্জনের পথে হামাস।

পদ্ম সম্মান ২০২৫: বাংলার ৯ জন পেলেন রাষ্ট্রীয় পুরস্কার

পদ্ম সম্মান ২০২৫-এর তালিকায় বাংলার জয়জয়কার। গায়ক অরিজিৎ সিং থেকে নৃত্যশিল্পী মমতা শঙ্করসহ ৯ জন পেলেন এই সম্মান।

ভারত-ইংল্যান্ড টি২০: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক বর্মা

ইংল্যান্ড: ১৬৫-৯ (জোস বাটলার ৪৫, ব্রাইডন কার্স ৩১, অক্ষর পটেল ২-৩২, বরুণ চক্রবর্তী ২-৩৮) ভারত:...

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

আরও পড়ুন

পদ্ম সম্মান ২০২৫: বাংলার ৯ জন পেলেন রাষ্ট্রীয় পুরস্কার

পদ্ম সম্মান ২০২৫-এর তালিকায় বাংলার জয়জয়কার। গায়ক অরিজিৎ সিং থেকে নৃত্যশিল্পী মমতা শঙ্করসহ ৯ জন পেলেন এই সম্মান।

দুধের দামে কাটছাঁট, জানুন কোন আমুল দুধের দাম কত হল

নিত্যপ্রয়োজনীয় দুধের দাম কমিয়ে সাধারণ মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিল জনপ্রিয় দুগ্ধ সংস্থা আমূল।...

মহারাষ্ট্রের ভান্ডারার অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৮

মহারাষ্ট্রের ভান্ডারার একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। কমপক্ষে ৮ জনের মৃত্যু এবং ৭ জন...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে