অবশেষে যাত্রীদের বহু প্রতীক্ষার অবসান। আগামী ২৫ আগস্ট থেকে হাওড়া স্টেশন থেকেই ছাড়বে অত্যন্ত জনপ্রিয় ও যাত্রীবান্ধব দুই ট্রেন—ধৌলি এক্সপ্রেস ও করমণ্ডল এক্সপ্রেস। এতদিন পর্যন্ত ট্রেন দু’টি ছাড়ত দক্ষিণ-পশ্চিম রেলের শালিমার স্টেশন থেকে। বহু যাত্রীর দীর্ঘদিনের দাবি ছিল, শহরের প্রাণকেন্দ্র হাওড়া থেকেই যেন এই দূরপাল্লার ট্রেন দু’টি ছাড়া হয়। অবশেষে সেই দাবি পূরণ করতে চলেছে রেল কর্তৃপক্ষ।
এই পরিবর্তনের ফলে একদিকে যেমন হাওড়া সংলগ্ন এলাকার যাত্রীরা সুবিধা পাবেন, অন্যদিকে ট্রেন ধরার জন্য শালিমারে পৌঁছনোর ঝামেলা থেকে মুক্তি মিলবে বহু মানুষের। তবে এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে সময়সূচিতেও আসছে কিছুটা বদল।
নতুন সূচি অনুযায়ী—
- ধৌলি এক্সপ্রেস (১২৮২১): ২৫ আগস্ট থেকে প্রতিদিন হাওড়া থেকে সকাল ৯:১০ মিনিটে ছাড়বে।
- ফিরতি ধৌলি এক্সপ্রেস (১২৮২২): ওড়িশা থেকে ছেড়ে সন্ধ্যা ৭:৩০ মিনিটে হাওড়া স্টেশনে এসে পৌঁছবে।
অন্যদিকে—
- করমণ্ডল এক্সপ্রেস (১২৮৪১): ওই দিন থেকেই হাওড়া থেকে ছাড়বে দুপুর ৩:১০ মিনিটে।
- ফিরতি করমণ্ডল এক্সপ্রেস (১২৮৪২): ওড়িশা থেকে ছেড়ে পরের দিন সকাল ১১টায় হাওড়া পৌঁছবে।
রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রী চাহিদা, স্টেশন পরিকাঠামো ও সংযোগ ব্যবস্থার দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শালিমার থেকে রওনা দেওয়া ট্রেনগুলির ক্ষেত্রে যাত্রীদের একাংশ দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করছিলেন। হাওড়া থেকে ছাড়লে অন্যান্য রাজ্য বা জেলার সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে বলেই মনে করছেন রেল আধিকারিকরা।
এই সিদ্ধান্তে খুশি বহু বাঙালি যাত্রী। কারণ ধৌলি ও করমণ্ডল এক্সপ্রেস হল ওড়িশাগামী যাত্রীদের অন্যতম প্রধান ভরসা। এবার তাঁদের হাওড়া থেকেই সরাসরি যাত্রা শুরু করার সুযোগ মিলবে, যা সময় ও ঝামেলা—দুটোই বাঁচাবে।
অবশেষে যাত্রীদের বহু প্রতীক্ষার অবসান। আগামী ২৫ আগস্ট থেকে হাওড়া স্টেশন থেকেই ছাড়বে অত্যন্ত জনপ্রিয় ও যাত্রীবান্ধব দুই ট্রেন—ধৌলি এক্সপ্রেস ও করমণ্ডল এক্সপ্রেস। এতদিন পর্যন্ত ট্রেন দু’টি ছাড়ত দক্ষিণ-পশ্চিম রেলের শালিমার স্টেশন থেকে। বহু যাত্রীর দীর্ঘদিনের দাবি ছিল, শহরের প্রাণকেন্দ্র হাওড়া থেকেই যেন এই দূরপাল্লার ট্রেন দু’টি ছাড়া হয়। অবশেষে সেই দাবি পূরণ করতে চলেছে রেল কর্তৃপক্ষ।
এই পরিবর্তনের ফলে একদিকে যেমন হাওড়া সংলগ্ন এলাকার যাত্রীরা সুবিধা পাবেন, অন্যদিকে ট্রেন ধরার জন্য শালিমারে পৌঁছনোর ঝামেলা থেকে মুক্তি মিলবে বহু মানুষের। তবে এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে সময়সূচিতেও আসছে কিছুটা বদল।
নতুন সূচি অনুযায়ী—
- ধৌলি এক্সপ্রেস (১২৮২১): ২৫ আগস্ট থেকে প্রতিদিন হাওড়া থেকে সকাল ৯:১০ মিনিটে ছাড়বে।
- ফিরতি ধৌলি এক্সপ্রেস (১২৮২২): ওড়িশা থেকে ছেড়ে সন্ধ্যা ৭:৩০ মিনিটে হাওড়া স্টেশনে এসে পৌঁছবে।
অন্যদিকে—
- করমণ্ডল এক্সপ্রেস (১২৮৪১): ওই দিন থেকেই হাওড়া থেকে ছাড়বে দুপুর ৩:১০ মিনিটে।
- ফিরতি করমণ্ডল এক্সপ্রেস (১২৮৪২): ওড়িশা থেকে ছেড়ে পরের দিন সকাল ১১টায় হাওড়া পৌঁছবে।
রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রী চাহিদা, স্টেশন পরিকাঠামো ও সংযোগ ব্যবস্থার দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শালিমার থেকে রওনা দেওয়া ট্রেনগুলির ক্ষেত্রে যাত্রীদের একাংশ দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করছিলেন। হাওড়া থেকে ছাড়লে অন্যান্য রাজ্য বা জেলার সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে বলেই মনে করছেন রেল আধিকারিকরা।
এই সিদ্ধান্তে খুশি বহু বাঙালি যাত্রী। কারণ ধৌলি ও করমণ্ডল এক্সপ্রেস হল ওড়িশাগামী যাত্রীদের অন্যতম প্রধান ভরসা। এবার তাঁদের হাওড়া থেকেই সরাসরি যাত্রা শুরু করার সুযোগ মিলবে, যা সময় ও ঝামেলা—দুটোই বাঁচাবে।