মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত মান্ডলা জেলায় ডায়েরিয়ার প্রকোপে আতঙ্ক বাড়ছে। গত ১০ দিনে এই জেলায় এক শিশু এবং এক মহিলাসহ সাত জনের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া উমারিয়া গ্রামেও ডায়েরিয়ার সংক্রমণ ছড়িয়েছে বলে জানা গিয়েছে।
মান্ডলার এক স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক যতীন্দ্র ঝারিয়া জানিয়েছেন, ঘুঘরি ব্লকের দেবরাহা বাহমনি গ্রামে ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চার জনের। বিছিয়া ব্লকের মাধোপুর গ্রামে মারা গিয়েছেন তিন জন। খাবার এবং জলের মাধ্যমে সংক্রমণের ফলে এই সাত জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। শুক্রবার মাধোপুর গ্রামে আরও একজনের মৃত্যু হয়। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
এই দুই গ্রামে ডায়েরিয়ার প্রকোপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জেলা স্বাস্থ্য আধিকারিক ঝারিয়া আরও জানান, এই দুই গ্রাম আদিবাসী অধ্যুষিত। গ্রামগুলিতে কীভাবে ডায়েরিয়া ছড়াল তা খতিয়ে দেখতে সেখানে মেডিক্যাল বিশেষজ্ঞদের দল পাঠানো হয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী গ্রামগুলিতেও যাতে ডায়েরিয়া ভয়াবহ রূপ ধারণ করতে না পারে, তার জন্য সচেতনতামূলক প্রচারকাজও চালানো হচ্ছে।
দিল্লির কোচিং সেন্টারে দুর্ঘটনা, বেসমেন্টে জলে ডুবে মৃত তিন আইএএস পরীক্ষার্থী, গ্রেফতার মালিক
অন্য দিকে, উমারিয়া গ্রামেও ডায়েরিয়ার সংক্রমণ ছড়িয়েছে বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এক স্বাস্থ্য আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। আরও দুই আধিকারিকের কাছে জবাব চেয়ে নোটিস পাঠানো হয়েছে।