Homeখবরদেশজনগণনা এবার নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ, নিজেই তথ্য আপলোড করতে পারবেন পোর্টাল...

জনগণনা এবার নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ, নিজেই তথ্য আপলোড করতে পারবেন পোর্টাল বা অ্যাপে

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

ভারতের অষ্টম জনগণনার প্রক্রিয়া আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে গেল। স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সদ্য জারি হওয়া গেজেট বিজ্ঞপ্তিতে ২০২৭ সালের ১ মার্চকে ‘রেফারেন্স ডেট’ হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ওই দিন ভারতে বসবাসকারী মোট জনসংখ্যার নিরিখে সেন্সাসের চূড়ান্ত হিসাব তৈরি হবে। তবে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় এবার একাধিক নতুন সংযোজন— যার মধ্যে অন্যতম নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এবং সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে তথ্য আপলোডের সুযোগ।

সরকারি তথ্য অনুযায়ী, এবার আর শুধুমাত্র জনগণনা কর্মীর ওপর নির্ভর নয়। কোনও নাগরিক চাইলে বাড়ি বসেই নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের তথ্য আপলোড করতে পারবেন। এই তথ্য আপলোড করা যাবে রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া (RGI)-র নির্ধারিত পোর্টাল বা অ্যাপে। পরিবারে কারও মৃত্যু, অথবা ঠিকানা পরিবর্তন হলেও সেই তথ্য নিজেই সংশোধন করতে পারবেন নাগরিকেরা। সরকারের মতে, এতে যেমন সময় ও খরচ বাঁচবে, তেমনই ৩৪ লক্ষ কর্মী ও ১.৩ লক্ষ আধিকারিকের বিশাল কর্মযজ্ঞ আরও মসৃণভাবে পরিচালনা করা যাবে।

২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে ‘হাউজ লিস্টিং’ অর্থাৎ দেশের ঘরবাড়ির পরিসংখ্যান সংগ্রহ। এরপর শুরু হবে ‘পপুলেশন ইনিউমারেশন’ পর্যায়, যেখানে নাগরিকদের বয়স, লিঙ্গ, ধর্ম, শিক্ষা, পেশা-সহ বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। সবশেষে ২০২৭ সালের মার্চ-এপ্রিল নাগাদ প্রকাশিত হবে চূড়ান্ত সেন্সাস রিপোর্ট।

তবে এই গেজেট বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। জনগণনায় জাতির ভিত্তিতে তথ্যান্বেষণ— অর্থাৎ ‘কাস্ট সেন্সাস’— নিয়ে একটিও শব্দ নেই এই নোটিফিকেশনে। অথচ ২০২৪ সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই জাতিগণনার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন। ৩০ এপ্রিল একটি বিবৃতিতেও সে কথা জানানো হয়েছিল। এই বিষয়টিকেই হাতিয়ার করে কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ কটাক্ষ করে বলেন, “মোদীজি কি আবার ইউ-টার্ন নিলেন?” তিনি পরামর্শ দিয়েছেন, কংগ্রেস শাসিত তেলেঙ্গানার মতো জাতিগণনার স্পষ্ট মডেল অনুসরণ করা উচিত কেন্দ্রের।

যদিও ৪ জুন প্রেস ইনফরমেশন ব্যুরোর এক বিবৃতিতে বলা হয়েছিল, সেন্সাসে জাতিগত তথ্য অন্তর্ভুক্ত করা হবে। তবু সরকারিভাবে জারি হওয়া গেজেট বিজ্ঞপ্তিতে এই প্রসঙ্গের অনুপস্থিতি ফের নতুন করে বিতর্ক তৈরি করেছে।

আপাতত অপেক্ষা, সরকার কবে নাগরিকদের জন্য সেই নির্দিষ্ট পোর্টাল বা অ্যাপ চালু করে। আর তার আগেই রাজনৈতিক তরজা নতুন মাত্রা নিচ্ছে— এই জনগণনাকে কেন্দ্র করে।

সাম্প্রতিকতম

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

আরও পড়ুন

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: ‘তুমি জ্বালানি বন্ধ করলে কেন?’ — ককপিটের রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য, কী বলল বিমানসংস্থা?

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় প্রকাশ্যে এল ককপিট কথোপকথন। পাইলটদের মধ্যে জ্বালানি বন্ধ নিয়ে উত্তপ্ত প্রশ্নোত্তর। তদন্ত রিপোর্টে নেই পাখির ধাক্কার প্রমাণ।

৭৫ বছর বয়সে সরে যাওয়ার পরামর্শ ভাগবতের, মোদিকে নিশানা করে কটাক্ষ কংগ্রেসের

৭৫ বছর বয়স হলে নেতাদের সরে যাওয়ার পরামর্শ মোহন ভাগবতের। আরএসএস প্রধানের এই মন্তব্য ঘিরে মোদিকে বিঁধল কংগ্রেস। এক তীর, দুটি লক্ষ্য বলে কটাক্ষ জয়রাম রমেশের।

৩০ বছর পর আবার ফুটল পদ্ম! কাশ্মীরের ওয়ুলার হ্রদে ফিরল ‘নদরু’-র জৌলুস, ফিরল জীবিকার আশা

কাশ্মীরের বান্দিপোরার ওয়ুলার হ্রদে ৩০ বছর পর আবারও ফুটল পদ্ম। সংরক্ষণ প্রকল্পের ফলে ফিরে এল ‘নদরু’ বা পদ্মডাঁটার চাষ। জীবিকা ফিরে পেল বহু পরিবার।