কলকাতা: নিত্যদিন একের পর এক মন্তব্যে বিতর্ক। এ বার সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলা নিয়ে দিলীপ ঘোষকে সতর্ক করে দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বলা হয়েছে, তাঁর একের পর এক মন্তব্যে অস্বস্তি বাড়ছে দলের। যে কারণে প্রকাশ্যে নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলতে নিষেধ করা হয়েছে।
সূত্রের খবর, দিলীপকে সংযত থাকার নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক অরুণ সিংহ। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার নির্দেশেই একটি চিঠি পাঠানো হয়েছে দিলীপের উদ্দেশে। যাতে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে স্পষ্ট জানানো হয়েছে, “আপনার মন্তব্যে অস্বস্তিতে পড়তে হয়েছে দলকে। এর আগেও আপনাকে সতর্ক করা হয়েছে। কিন্তু কাজের কাজ হয়নি। আপাতত আপনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না”।
বরাবরই দলের সমালোচনায় পিছপা হন না দিলীপ। কোনো না কোনো ঘটনাকে সামনে রেখে প্রতিদিন সকাল সকাল একটা না একটা মন্তব্য উঠে আসে সংবাদ শিরোনামে। এরই মধ্যে একটি সংবাদ মাধ্যমের লাইভ অনুষ্ঠানে বেশ কিছু মন্তব্য করেছিলেন দিলীপ। দলের একাংশের মতে যা ‘বিতর্কিত’।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দিলীপ করা হয় দলের সর্বভারতীয় সহ-সভাপতি। সম্প্রতি তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের বাইরে। ক’দিন আগেই তাঁকে আটটি রাজ্যের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান ও উত্তর-পূর্বের চার রাজ্য মণিপুর, মেঘালয়, অসম, ত্রিপুরার সংগঠন বৃদ্ধির দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপকে।
যদিও নতুন এই দায়িত্ব নিয়ে দলের একাংশে অন্যরকম কানাঘুষোও চলছে। যোগ্যতার নিরিখে দিলীপকে আট রাজ্যের দায়িত্ব দেওয়া হলেও কেউ কেউ বলছেন, নতুন এই দায়িত্বে নিয়ে এসে আদতে তাঁকে রাজ্য থেকে সরিয়ে দেওয়া হল! এরই মধ্যে সংবাদ মাধ্যমে মুখ খোলা নিয়ে নতুন সতর্কতা।
আরও পড়তে পারেন:
হাওয়ালা-কাণ্ডে গ্রেফতার, দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে ৯ জুন পর্যন্ত ইডি হেফাজতে পাঠাল আদালত
বুধবার থেকে আরও দামি হচ্ছে রান্নার গ্যাস, সিলিন্ডার পিছু ১১০০ টাকা ছাড়িয়ে যাওয়ার আশংকা
‘কংগ্রেস আমার ট্র্যাক রেকর্ড নষ্ট করেছে’, আক্ষেপ প্রশান্ত কিশোরের
এসএসসি গ্রুপ সি-তে বেআইনি নিয়োগের সংখ্যা ৩৮১-র বেশি, নয়া তথ্য সিবিআইয়ের হাতে
লোকসভায় এক জনও নেই, এ বার কি রাজ্যসভাতেও বিজেপির মুসলিম সাংসদ সংখ্যা শূন্য হতে চলেছে