Atal Bihari Vajpayee

ওয়েবডেস্ক: স্বভাবে অত্যন্ত ভদ্র ও মিশুকে হলেও নীতিতে অনড় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর দিল্লির এইমস-এ ভর্তি ছিলেন গত ১১ জুন থেকে। সে সময় সহ্যাতীত যন্ত্রণাকে সঙ্গী করেও তিনি যে কতটা অনমনীয় মনোভাব শেষ পর্যন্ত দেখিয়েছেনস তারই কিছু কথা টুইটারে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

জেটলি লিখেছেন, “এক বার এইমস-এ এক চিকিৎসক বাজপেয়ীর কাছে প্রশ্ন করেছিলেন, ‘আপনি কী মাথা নীচু করে নিয়েছিলেন”?

আরও পড়ুন: রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্ত্যেষ্টি, অস্থি বিসর্জন আগামী ১৯ আগস্ট

ওই চিকিৎসকের প্রশ্নের উৎস ছিল ইন্দিরা গান্ধীর শাসনকালে দেশের জরুরি অবস্থার প্রেক্ষিত। সেই প্রশ্নের উত্তরে বাজপেয়ী সটান বলেন, “মাথা নীচু করতে তো শিখিনি ডাক্তারবাবু। তার থেকে বলুন মুড়ে গিয়েছিলাম। অবশ্য তিনি নিজেই লিখেছিলেন, ‘টুট সকতে হ্যায়, মগর হম ঝুক নেহি সকতে”।


জেটলি জানান, রোগাক্রান্ত এক জন মানুষ যথন তীব্র যন্ত্রণার শিকার তখনও এ ভাবেই দৃঢ়তার সঙ্গেই মন্তব্য করে গিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন