Homeখবরদেশচটি পরে ইমার্জেন্সিতে! বাইরে খুলে আসতে বলায় হাসপাতালের চিকিৎসকের উপর হামলা, দেখুন...

চটি পরে ইমার্জেন্সিতে! বাইরে খুলে আসতে বলায় হাসপাতালের চিকিৎসকের উপর হামলা, দেখুন ভিডিয়োয়

প্রকাশিত

গুজরাতের ভাবনগরের সিহোরে একটি বেসরকারি হাসপাতালে এক চিকিৎসককে মারধরের অভিযোগে গ্রেফতার তিন। শনিবার রাতে এই ঘটনাটি ঘটে, যখন চিকিৎসক জয়দীপসিং গোহিল জরুরি বিভাগে রোগী দেখার সময় রোগীর পরিবারের সদস্যদের চটি খুলে ভিতরে প্রবেশ করতে বলেন। এ নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং শেষ পর্যন্ত চিকিৎসকের উপর শারীরিক হামলা হয়।

সূত্রের খবর অনুযায়ী, এক মহিলার মাথায় আঘাত লাগার পর চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে আসেন অভিযুক্তরা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অভিযুক্ত হিরেন ডাঙার, ভাবদীপ ডাঙার এবং কৌশিক কুভাদিয়া মহিলা রোগীর বেডের পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় চিকিৎসক গোহিল রুমে প্রবেশ করে তাঁদের জুতো খুলে আসার অনুরোধ করেন। এরপর শুরু হয় উত্তেজনা, যা পরিণত হয় মারামারিতে।

সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়, ওই তিনজন চিকিৎসককে আক্রমণ করতে শুরু করে। রুমে উপস্থিত নার্স ও অন্যান্য স্টাফদের চেষ্টায় বেশ কিছুক্ষন পর তাঁদের থামানো সম্ভব হয়। মারধরের ফলে ওষুধ এবং অন্যান্য চিকিৎসা সামগ্রীও ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের ভারতীয় ন্যায় সংহিতার ১১৫(২) (কাউকে আঘাত করার উদ্দেশ্যে কাজ করা), ৩৫২ (অবমাননাকর আচরণ করে শান্তি বিনষ্টের উদ্দেশ্যে আক্রমণ করা), ৩৫১(৩) (ফৌজদারি হুমকি) এবং সংশ্লিষ্ট অন্যান্য ধারায় গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনার পর চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। সম্প্রতি কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর দেশ জুড়ে চিকিৎসকদের নিরাপত্তার দাবি জোরালো হয়েছে। ভাবনগরের এই ঘটনা সেই বিতর্ককে নতুন মাত্রা যোগ করেছে।

চিকিৎসক গোহিল এই ঘটনার পরে পুলিশে অভিযোগ দায়ের করেন। গ্রেফতার হওয়া তিনজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাঁদের বিরুদ্ধে মামলা চলছে।

চিকিৎসক গোহিল বলেছেন, “হাসপাতালের জরুরি বিভাগে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের কাজ রোগীদের সেবা করা, এবং এরকম পরিস্থিতি আমাদের কাজকে বাধাগ্রস্ত করে।”

এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর দাবি উঠেছে। চিকিৎসক ও হাসপাতালের স্টাফরা নিরাপত্তার জন্য পুলিশের সাহায্য চেয়েছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিভিন্ন চিকিৎসক সংগঠন।

সাম্প্রতিকতম

শুরু হতে চলেছে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ও শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের তৃতীয় বছরের অভিনয় পাঠ্যক্রম

অজন্তা চৌধুরী শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের অভিনয় পাঠ্যক্রম এ বার তৃতীয় বর্ষে। দেখতে দেখতে তারা...

ইরানে আমেরিকার হামলা, বন্ধ হতে পারে হরমুজ প্রণালী! বিশ্বজুড়ে তেল-সংকটের আশঙ্কা, চিন্তায় ভারত

ইরানে মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিল তেহরান। বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ৯০ ডলার, চরম সঙ্কটে পড়তে পারে ভারত।

১০ জনের বেশি সদস্য? বাড়তি রেশন দিতে উদ্যোগী রাজ্য, ই-কেওয়াইসি নিয়েও নয়া নির্দেশ

পরিবারে ১০ জনের বেশি সদস্য থাকলে বাড়তি রেশন দেওয়ার পথে হাঁটছে খাদ্যদপ্তর। ই-কেওয়াইসি না হলেও প্রকৃত গ্রাহকদের রেশন বঞ্চনার বিরুদ্ধে কড়া নজর।

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে ছাড়বে ট্রেন।

আরও পড়ুন

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে ছাড়বে ট্রেন।

ঝাড়খণ্ডে হড়পা বানে ওড়িশার বালেশ্বরে জলমগ্ন ১৭টি পঞ্চায়েত, ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষ

ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জেরে সুবর্ণরেখা নদীতে হড়পা বান, ওড়িশার বালেশ্বরে ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ১৭টি গ্রাম পঞ্চায়েত জলের তলায়।

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে