ফরিদাবাদ: এক ব্যক্তির শরীরের ভেতর থেকে ৯১টি পিন বার করলেন ফরিদাবাদের এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। বদরিলাল নামে ওই ব্যক্তির শরীরের বিভিন্ন সংবেদনশীল জায়গায় ১৫০টি পিন আটকে ছিল। চিকিৎসকরা অস্ত্রোপচার করে মোট ৯১টি পিন বার করতে সক্ষম হয়েছেন।
ওই হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, খাদ্যনালি, ভোকাল কর্ড সহ শরীরের বিভিন্ন সংবেদনশীল জায়গায় প্রায় ১৫০টি পিন আটকে ছিল। সিটি স্ক্যানে তা ধরা পড়ে। অপারেশন করে বার করা বেশ জটিল ছিল।
ফরিদাবাদের ওই বেসরকারি হাসপাতালে একটি দল অস্ত্রোপচার করে পিনগুলি বার করে। এই অস্ত্রোপচারে সময় লাগে প্রায় ৬ ঘণ্টা।
চিকিৎসকরা জানিয়েছেন, মানসিক ভাবে অসুস্থ ওই ব্যক্তি। সে নিজেই পিনগুলি শরীরের মধ্যে ঢুকিয়েছে। অস্ত্রোপচারের পর সুস্থ আছেন বদরিলাল।
শরীরের সংবেদনশীল জায়গা থেকে পিনগুলি বার করা সম্ভব হয়েছে। বাকি পিনগুলি বার করার ব্যাপারে ভাবনাচিন্তা চলছে বলে জানিয়েছেন ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।