Reporter

ওয়েবডেস্ক: মঙ্গলবার সকালে জাতীয় সম্প্রচার মাধ্যম দূরদর্শনের ক্যামেরাম্যান ও দুই পুলিশকর্মীর মৃত্যু হল মাওবাদী হানায়। আগামী মাসেই বিধানসভা ভোট হতে যাওয়া ছত্তীসগঢ়ের দান্তেওয়াড়ায় ঘটেছে এই ঘটনা।

দান্তেওয়াড়ার মাওবাদী প্রভাবিত এলাকায় নির্বাচনী সংবাদ সংগ্রহে গিয়েছিল দূরদর্শনের একটি প্রতিনিধি দল। সেখানকারই আরনপুর নামের একটি জঙ্গলে এই প্রাণঘাতী হামলা চালায় মাওবাদীরা।

তিন আগেই, ছত্তীসগঢ়ের বিজাপুরে টহলরত আধা সামারিক বাহিনীকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। সে বার আইইডি বিস্ফোরণে ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে যায় ৪ জওয়ানের দেহ। বাকি ২ জন বর্তমানে হাসাপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, ৯০টি বিধানসভার ছত্তীসগঢ়ে দু’টি পর্বে ভোট গৃহীত হতে চলেছে। আগামী ১২ এবং ২০ নভেম্বর হতে চলেছে নির্বাচন। এর মধ্যে প্রথমপর্বের জন্য নির্ধারিত হয়েছে মাওবাদী প্রভাবিত ৭টি জেলা। পর পর প্রাণঘাতী হামলার শিকার বিজাপুর এবং দান্তেওয়াড়ার ভোট গ্রহণও প্রথমপর্বেই নির্দিষ্ট হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here