দেশ
মধ্যরাতে জেল থেকে ছাড়া পেলেন ডা. কাফিল খান
তবে আদালতের নির্দেশের পরেও বেশ কয়েক ঘণ্টা ডঃ খানকে মুক্তি দিচ্ছিল না জেল কর্তৃপক্ষ

খবরঅনলাইন ডেস্ক: এলাহাবাদ হাইকোর্টের নির্দেশের পর জেল থেকে ছাড়া পেলেন উত্তরপ্রদেশের চিকিৎসক ডা. কাফিল খান (Dr. Kafeel khan)। মঙ্গলবার মধ্যরাতে মথুরার জেল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ, CAA) বিরুদ্ধে বক্তৃতার জন্য জাতীয় সুরক্ষা আইনে আটক করা হয়েছিল কাফিলকে।
তাঁকে আটকে রাখা এবং তাঁর আটকের মেয়াদ বৃদ্ধিকে মঙ্গলবার “বেআইনি” আখ্যা দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। অবিলম্বে তাঁকে মুক্তির নির্দেশ দেয় আদালত।
তবে আদালতের নির্দেশের পরেও বেশ কয়েক ঘণ্টা ডা. খানকে মুক্তি দিচ্ছিল না জেল কর্তৃপক্ষ। তখন এই চিকিৎসকের পরিবারের সদস্যরা জানিয়েছিলেন জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করবেন তাঁরা। তার অবশ্য প্রয়োজন হয়নি, কারণ দীর্ঘসময়ের টালবাহানার পর অবশেষে মুক্তি পান ডা. খান।
গত বছরের ১৩ ডিসেম্বর দায়ের করা এফআইআর-এ বলা হয়েছিল, ডা. খান বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করেছিলেন।
মঙ্গলবারের শুনানিতে হাইকোর্ট স্পষ্ট ভাবেই জানিয়ে দেয়, “ভাষণের মধ্যে এমন কিছু ছিল না, যাতে ঘৃণা বা হিংস্রতা প্রচারের প্রচেষ্টা প্রকাশিত হয়েছে। ওই বক্তৃতায় আলিগড় শহরের শান্তি এবং শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার কোনো কারণও ছিল না”।
একই সঙ্গে আদালত আরও বলে, “দেখা যাচ্ছে যে, পুরো বক্তব্যটি থেকে জেলা ম্যাজিস্ট্রেট বাছাই করা কিছু অংশ উল্লেখ করেন। যাতে সঠিক অভিপ্রায়কে উপেক্ষা করার লক্ষণ স্পষ্ট”।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৭ সালে মৃত্যু হয় উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে ভরতি ৬০টি শিশুর। অভিযোগ ওঠে, অক্সিজেনের অভাবেই শিশুগুলির মর্মান্তিক মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকার ওই হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. কাফিল খানকে সরিয়ে দেয়। তার ন’ মাসের মাথায় তাঁকে গ্রেফতার করে জেলে পাঠায় প্রশাসন। যা নিয়ে গোটা দেশ জুড়ে আলোড়নের সৃষ্টি হয়।
খবরঅনলাইনে আরও পড়ুন
পরিস্থিতির উন্নতি, রাজ্যের বেশির ভাগ জেলাতেই রোগীবৃদ্ধির হার আরও কমল
দেশ
দেশে দৈনিক সংক্রমণ নামল ১২ হাজারে, কমল সক্রিয় রোগীর সংখ্যাও
গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ১.৬১ শতাংশ।

খবরঅনলাইন ডেস্ক: ভারতে কোভিডের দৈনিক সংক্রমণ ১২ হাজারের ঘরে নেমে এল সোমবার। অন্যদিকে, সুস্থতার সংখ্যাও কিছুটা বেড়ে যাওয়ায়, সক্রিয় রোগী সংখ্যা সামান্য একটু কমেছে। মৃতের সংখ্যা ফের একশোর নীচে নেমে এসেছে। সব মিলিয়ে গত কয়েকদিনের তুলনায় এ দিন ভারতে কোভিড পরিস্থিতির কিছুটা উন্নতি হল।
নতুন আক্রান্ত ১২ হাজারের ঘরে
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য অনুযায়ী মঙ্গলবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ১১ লক্ষ ২৪ হাজার ৫২৭। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৮৬ জন।
এ দিন ভারতে সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ৩৫৮ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী বেড়েছে ২৬৯ জন। বর্তমানে দেশে ১.৫১ শতাংশ কোভিডরোগী চিকিৎসাধীন।
দৈনিক সংক্রমণের হারের ওঠানামা
দেশে সামগ্রিক ভাবে সংক্রমণ বাড়লেও এখনও সংক্রমণের হারের ব্যাপক ঊর্ধ্বগামী যাত্রা লক্ষ করা যায়নি। ফলে কয়েকটি রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হলেও ভারতের পরিস্থিতি ঠিকঠাকই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা হয়েছে ৭ লক্ষ ৫৯ হাজার ২৮৩টি। ফলে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ১.৬১ শতাংশ।
এ দিকে, ১ মার্চ পর্যন্ত ভারতে মোট ২১ কোটি ৭৬ লক্ষ ১৮ হাজার ৫৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এর বিপরীতে এখন ৫.১১ শতাংশ মানুষ আক্রান্ত হচ্ছেন। এই সংক্রমণের হার আগামী দিনে আরও কমবে এই আশা করাই যায়।
সংক্রমণ কোথায় কেমন?
গত ২৪ ঘণ্টায় বেশ কিছু রাজ্যে সংক্রমণ কমেছে। মহারাষ্ট্রে (৬,৩৯৭) নতুন আক্রান্তের সংখ্যা কমলেও, বেড়েছে সংক্রমণের হার। তবে ব্যাপক উন্নতি হয়েছে কেরলে। এখানে যেমন সংক্রমণ (১,৯৩৮) নেমে গিয়েছে দু’হাজারের নীচে, তেমনই সংক্রমণের হার নেমে এসেছে চার শতাংশে।
যে যে রাজ্যে সংক্রমণের বৃদ্ধি নিয়ে চিন্তা রয়েছে তার মধ্যে পঞ্জাবে (৬৩৩) সংক্রমণ বেড়েছে অনেকটাই। তবে গুজরাত (৪২৭) এবং মধ্যপ্রদেশে (৩৩৬) পরিস্থিতির নেতিবাচক পরিবর্তন হয়নি।
এ ছাড়া, সংক্রমণের নিরিখে প্রথম থেকেই আরও যে কয়েকটা রাজ্য ওপরের সারিতে রয়েছে সেই তামিলনাড়ু (৪৭৪), কর্নাটক (৩৪৯), পশ্চিমবঙ্গ (১৯৮), দিল্লি (১৭৫) এবং অন্ধ্রপ্রদেশে (৫৮) পরিস্থিতি মোটের ওপরে ঠিকঠাক রয়েছে। নতুন করে উদ্বেগ বাড়ানোর মতো কোনো কারণ নেই সেখানে।
সুস্থ হলেন ১২ হাজারের বেশি
দৈনিক সুস্থতার সংখ্যা কিছুটা বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৬৪ জন। এর ফলে দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৭ লক্ষ ৯৮ হাজার ৯২১ জন। এর ফলে দেশে এখন সুস্থতার হার রয়েছে ৯৭.০৭ শতাংশ।
মৃতের সংখ্যা একশোর নীচে
বেশ কিছু দিন পর রাজ্যে মৃতের সংখ্যা একশোর নীচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ৯১ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। এর ফলে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ভারতে রয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ২৪৮ জন। ভারতে মৃত্যুহার রয়েছে ১.৪১ শতাংশ।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
প্রথম দিনেই টিকাকরণের জন্য নথিভুক্ত ২৯ লক্ষ: স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন
দেশ
ফের হাথরস! এ বার নির্যাতিতার বাবাকে গুলি করে খুন জামিনে মুক্ত অভিযুক্তের
এই ঘটনায় গৌরবের পরিবারের এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

খবরঅনলাইন ডেস্ক: ফের হাথরস! এ বার নির্যাতিতার বাবাকে গুলি করে খুন করার অভিযোগ উঠল জামিনে মুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে। ওই নির্যাতিতাকেই যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল অভিযুক্ত ব্যক্তিকে।
উল্লেখ্য, ২০১৮ সালে গৌরব শর্মা নামে এক ব্যক্তির বিরুদ্ধে হাথরসের এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। মাসখানেক জেল খাটার পর জামিনে ছাড়া পেয়ে যায় সে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে দুই পরিবারের মধ্যে একটা টানাপড়েন চলছিল দীর্ঘ দিন ধরেই। সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ স্থানীয় একটি মন্দিরের সামনে দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়। সেই বচসা চরম পর্যায়ে ওঠে। অভিযোগ, তখনই গৌরব তরুণীর বাবাকে গুলি করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।
হাথরস জেলার পুলিশের শীর্ষ আধিকারিক বিনীত জয়সওয়াল জানিয়েছেন, তরুণীর বাবা গৌরবের বিরুদ্ধে তাঁর মেয়েকে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন ২০১৮ সালে। গৌরব জামিনে ছাড়াও পেয়ে যায়। তার পর থেকেই দুই পরিবারের মধ্যে শত্রুতার আবহ তৈরি হয়েছিল। অভিযোগ, তার পরই তরুণীর বাবাকে লক্ষ্য করে গুলি চালায় গৌরব।
এই ঘটনায় গৌরবের পরিবারের এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। গৌরব এবং বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশের ওই শীর্ষ আধিকারিক জানিয়েছেন।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
চিনের ম্যালওয়্যারের কোনো প্রভাব ভারতের বিদ্যুৎ সরবরাহে পড়েনি, দাবি কেন্দ্রের
দেশ
প্রথম দিনেই টিকাকরণের জন্য নথিভুক্ত ২৯ লক্ষ: স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন
সোমবার রাত সাড়ে ৮টা পর্যন্ত সব তথ্য অনুযায়ী।

খবরঅনলাইন ডেস্ক: প্রথম দিনেই টিকাকরণের জন্য নথিভুক্ত করেছেন ২৯ লক্ষ মানুষ। এমনই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তবে তাঁর আশা, এই সংখ্যাটা কোটি ছাড়িয়ে যেতে পারে, যে হেতু নথিভুক্ত হওয়া একজন ব্যক্তির নামে তাঁর পরিবারের আরও চার জন এই টিকা নিতে পারেন।
এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্ধন বলেন, “আপনাদের সঙ্গে কথা বলার আগে সোমবার রাত সাড়ে ৮টা পর্যন্ত সব তথ্য দেখলাম। ইতিমধ্যেই ২৯ লক্ষ মানুষ নিজেদের নাম নথিভুক্ত করেছেন। আর যে হেতু এখানে একজন ব্যক্তি পরিবারের আরও চার জনের হয়ে নাম নথিভুক্ত করতে পারেন, সে কারণে আমার মনে হচ্ছে প্রকৃত সংখ্যাটা কোটি ছাড়িয়ে যেতে পারে।”
উল্লেখ্য, সোমবার সকাল ন’টা থেকে প্রবীণ নাগরিক এবং কোমর্বিডিটি রয়েছে এমন ৪৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের টিকাকরণ শুরু হয়েছে। দেশে বিভিন্ন জায়গায় নতুন করে বাড়তে থাকা সংক্রমণের মধ্যে এই টিকাকরণে কিছুটা স্বস্তির ব্যাপার যে এসেছে তা বলাই বাহুল্য।
সংক্রমণ বাড়তে থাকায় করোনাভাইরাসের নতুন প্রজাতির গুজব ছড়াচ্ছে বিভিন্ন জায়গায়। যদিও তা মানতে চাননি বর্ধন। তাঁর সাফ কথা, করোনার নতুন প্রজাতি নয়, বরং মানুষ নিজেদের সতর্কতায় ঢিলে দিতে শুরু করার ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। কিছু দিনের মধ্যেই সংক্রমণ কমে আসবে বলেও আশা প্রকাশ করেন বর্ধন।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে কারও মৃত্যু হল না কোভিডে
-
রাজ্য2 days ago
ব্রিগেড সমাবেশ: দরকারে ‘শান্তিনিকেতন’ বাড়ি নিলাম করে প্রতারিত মানুষের টাকা ফেরত, হুঁশিয়ারি মহম্মদ সেলিমের
-
রাজ্য2 days ago
পশ্চিমবঙ্গে ফিরতে পারে তৃণমূল সরকার, কী বলছে সমীক্ষা
-
ভ্রমণের খবর3 days ago
দোলেই ভোট! পর্যটন ব্যবসায়ে ব্যাপক ক্ষতির আশঙ্কায় হতাশ রাঢ়বঙ্গ
-
ফুটবল2 days ago
পাঁচ গোল করেও ওড়িশার কাছে ছয় গোলের মালা পরল ইস্টবেঙ্গল