kafeel khn

গোরক্ষপুর: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির কাছেই গুলি করা হল গোরক্ষপুর কাণ্ডে মূল অভিযুক্ত চিকিৎসক, কাফিল খানের ভাইকে। ঘটনাটি ঘটেছে রবিবার।

রবিবার রাত এগারোটা নাগাদ বাইকে আসা কয়েকজন আততায়ী কাশিফ জামিলকে গুলি করে। ডঃ খানের ভাই কাশিফ স্থানীয় ব্যবসায়ী। ঘটনায় স্থম্ভিত খান বলেন, “মুখ্যমন্ত্রীর বাসভবনের ৫০০ মিটার দূরত্বে যে ভাবে একজনকে গুলি করা হয়েছে, সেটা আরও ভয়ের।”

গুলি লাগার সঙ্গে সঙ্গেই তাঁকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচারের পর সফল ভাবে সেই গুলিটাকে বের করা হয়েছে।

কী কারণে তাঁকে গুলি করা হয়েছে সেটা এখনও জানা যায়নি। চিকিৎসকরা আগামী ৪৮ ঘণ্টা কাশিফকে নজরদারিতে রাখবেন।

উল্লেখ্য, গত বছর আগস্টে অক্সিজেন সিলিন্ডারের অভাবে গোরক্ষপুরের হাসপাতালে মৃত্যু হয় ৬০ জন শিশুর। এই ঘটনায় কাফিল খানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। যদিও ওয়াকিবহাল মহলের বক্তব্য ছিল, কোনো ভাবেই এই কাণ্ডে কাফিলের হাত ছিল না। উল্টে নিজের টাকায় অক্সিজেন সিলিন্ডার জোগাড় করেছিলেন তিনি। ঘটনায় জেলও হয় এই চিকিৎসকের।

গত ২৫ এপ্রিল জামিন পান তিনি। এলাহাবাদ হাইকোর্ট জানিয়ে দেয়, এই ঘটনায় কাফিলের হাত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here