lucknow gun toting woman

লখনউ: সিনেমাকেও হার মানিয়ে দেবে এমন দৃশ্যের সাক্ষী থাকল লখনউ। এএনআইয়ের সুবাদে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। চরম সাহসিকতার পরিচয় দিলেন লখনউয়ের এক গৃহবধূ, যিনি এখন থেকে ‘রিভলভার রানি’ তকমা পেতে শুরু করে দিয়েছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের বাড়ির গেটের সামনে কারও সঙ্গে গল্প করছেন এক ব্যক্তি। হঠাৎ অন্যদিক থেকে জনা চারেক দুষ্কৃতী তার ওপরে অতর্কিতে হামলা চালায়। রাস্তায় ফেলে মারা হয় তাঁকে। একজন আবার রড দিয়ে মারতে থাকেন তাঁকে।

এমন সময়েই নাটকীয় মোড় নেয় ঘটনাটা। ভিডিওয়ে দেখা যাচ্ছে বাড়ির ভেতর থেকে একজন মহিলা বন্দুক নিয়ে এগিয়ে এলেন। ধরে নেওয়া হচ্ছে তিনি ওই আক্রান্ত ব্যক্তির স্ত্রী। তাঁর হাতে বন্দুক দেখে আক্রান্তকে মাটিতে ফেলে রেখেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজ অনুযায়ী রবিবার সকাল ১১:২০ নাগাদ এই ঘটনাটি ঘটেছে।

এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে ওই ব্যক্তিকে আক্রমণ করা হল, সেটা এখনও অজানা। দেখুন সেই ঘটনার ভিডিও।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here