হরিয়ানা বিধানসভার নির্বাচনের তারিখ ৫ অক্টোবর পুনঃনির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের পিছনে কারণ হিসেবে কমিশন ‘বিষ্ণোই সম্প্রদায়ের শতাব্দী প্রাচীন উৎসবের কথা উল্লেখ করেছে।
এর আগে, নির্বাচন কমিশনের কাছে ১ অক্টোবরের আশেপাশে ছুটির দিনগুলির কারণে ভোটার সংখ্যা কম হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তারিখ পরিবর্তনের জন্য অনুরোধ জানিয়েছিল বিজেপি।
নির্বাচন কমিশন জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানার বিধানসভা নির্বাচনের ভোট গণনার তারিখও ৪ অক্টোবরের পরিবর্তে ৮ অক্টোবর নির্ধারণ করেছে।
নির্বাচন কমিশন রাজস্থানের বিকানেরে অবস্থিত অল ইন্ডিয়া বিষ্ণোই মহাসভার জাতীয় সভাপতির কাছ থেকে একটি আবেদন পেয়েছিল, যেখানে হরিয়ানা বিধানসভা নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণের জন্য অনুরোধ জানানো হয়েছিল।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বছর গুরু জাম্ভেশ্বর স্মরণ উৎসব ২ অক্টোবর পড়েছে, যেদিন সিসরা, ফতেহাবাদ এবং হিসার অঞ্চলের হাজার হাজার বিষ্ণোই পরিবার রাজস্থানে ভ্রমণ করবে। এতে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করবে বলে আশঙ্কা ছিল।
নির্বাচন কমিশন জানিয়েছে, “এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যাতে বিষ্ণোই সম্প্রদায়ের ভোটাধিকার এবং ঐতিহ্যকে সম্মান জানানো যায়, যারা তাদের গুরু জাম্ভেশ্বরের স্মরণে আসোজ অমাবস্যা উৎসব উদযাপনে শতাব্দী প্রাচীন একটি প্রথা পালন করে আসছে।”
আরও পড়ুন: নতুন মুখ্যসচিব হলেন মনোজ পন্থ, বিদায়ী গোপালিকের মেয়াদ বৃদ্ধিতে দিল্লির না