নয়াদিল্লি: সোমবার (২০ মে, ২০২৪) লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। শুরু থেকেই নির্বাচনের সময় ভোটারদের আকৃষ্ট করতে অর্থশক্তির ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। ধারাবহিক পদক্ষেপে লোকসভা নির্বাচনের সময় অবৈধ অর্থ ও মাদক উদ্ধারের রেকর্ড করেছে নির্বাচন কমিশন।
কমিশন জানিয়েছে, নির্বাচন কমিশনের পদক্ষেপে ৮৮৮৯ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। যেখানে নির্বাচন কমিশন বলছে, নির্বাচনের সময় বাজেয়াপ্ত টাকার অঙ্ক শীঘ্রই ৯ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। উল্লেখযোগ্য ভাবে এর মধ্যে ৪৫ শতাংশ বাজেয়াপ্ত মাদক ও নেশাজাতীয় দ্রব্য। যেসবের উপর কমিশনের বিশেষ নজর রয়েছে।
নির্বাচন কমিশনের মতে, যারা লোকসভা নির্বাচনে উসকানি দিচ্ছে তাদের বিরুদ্ধে ভারতের নির্বাচন কমিশন কঠোরতম ব্যবস্থা নিচ্ছে। লোকসভা নির্বাচনের সময়, নির্বাচন কমিশন অবৈধ অর্থ, মাদকদ্রব্য, বিনামূল্যের বীজ এবং মূল্যবান ধাতুর রেকর্ড বাজেয়াপ্ত করেছে। নির্বাচনে কালো টাকা এবং অর্থ শক্তির ব্যবহার রোধ করতে ৮৮৮৯ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে কমিশন। যার মধ্যে ৪৫ শতাংশ মাদকদ্রব্য অন্তর্ভুক্ত রয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে যে লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার পরে, অর্থাৎ পঞ্চম দফার ভোট শুরু হওয়ার আগেই, ৮৮৮৯ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখযোগ্য ভাবে, এই পরিমাণ ২০২৯ সালের লোকসভা নির্বাচনের সময় মোট বাজেয়াপ্তের চেয়ে যা অনেক বেশি।
কমিশনের মতে, স্থানীয় প্রতিনিধি, আয়কর বিভাগ, আর্থিক গোয়েন্দা নজরদারি বিভাগ, শুল্ক, আবগারি, স্থানীয় পুলিশ এবং আধাসামরিক বাহিনীর আধিকারিকদের নজরদারি ও সমন্বয়ের মাধ্যমে নির্বাচন কমিশন এ ধরনের কড়া পদক্ষেপ চালিয়ে যাবে।
আরও পড়ুন: ভোট শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ভোটের হিসেব প্রকাশ: ২৪ মে-র মধ্যে কমিশনের জবাব চায় সুপ্রিম কোর্ট