ওয়েবডেস্ক: নাশকতায় মদত এবং আর্থিক তছরুপের অভিযোগে ৭৩.১২ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার ইডি জানায়, আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হাফিজ মহম্মদ সইদের সঙ্গে সম্পর্ক রয়েছে এই বাজেয়াপ্ত সম্পত্তির।
প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-এর অধীনে একটি অস্থায়ী আদেশ বলে ওই সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি।
ইডি জানায়, ওই সম্পত্তি মহম্মদ সলমন এবং তাঁর পরিবারের অধীনে ছিল। সেখান থেকে হাফিজ সইদকে নাশকতায় মদত দিতে টাকা জোগানের অভিযোগ রয়েছে।
[ আরও পড়ুন: মোদী, শাহকে নিয়ে নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের ]
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র পেশ করা চার্জশিটে বলা হয়েছে, পাকিস্তানে বসে লস্কর-ই-তৈবা নেতা হাফিজ সইদ, হিজবুল মুজাহিদিন নেতা সৈয়দ সালাউদ্দিনরা হুরিয়তকে টাকা পৌঁছে দিচ্ছে। উপত্যকায় নাশকতামূলক কাজকর্মে সেই টাকা ব্যবহার করা হচ্ছে। সেনাবাহিনীর বিরুদ্ধে স্থানীয় মানুষদের তাতিয়ে তুলতেও ব্যবহার করা হচ্ছে ওই টাকা।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।