মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীপদ নিয়ে টানাপোড়েন অব্যাহত। এই প্রেক্ষিতে শিবসেনা (শিন্ডে গোষ্ঠী) বুধবার স্পষ্ট জানিয়ে দিল, একনাথ শিন্ডে উপমুখ্যমন্ত্রী পদ কোনোভাবেই গ্রহণ করবেন না। শিবসেনা নেতা সঞ্জয় শিরসাট বলেছেন, “২০ নভেম্বর তারিখের বিধানসভা নির্বাচনে মহাযুতির বিপুল জয় একনাথ শিন্ডের নামেই হয়েছে। তাই মুখ্যমন্ত্রী হওয়ার অধিকার তাঁরই।”
শিরসাট আরও বলেন, “বিজেপি যদি শিন্ডেকে মুখ্যমন্ত্রী করার দাবি মেনে নেয়, তবে তা জনসাধারণের কাছে ইতিবাচক বার্তা দেবে। ভবিষ্যতের নির্বাচনে এর সুফল পাওয়া যাবে।”
শিন্ডে শিবসেনা, বিজেপি এবং অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি-র সমন্বয়ে গঠিত মহাযুতি মহারাষ্ট্রের ২৮৮ আসনের মধ্যে ২৩০ আসন জিতে ক্ষমতা ধরে রেখেছে। বিজেপি ১৩২টি, শিবসেনা ৫৭টি এবং এনসিপি ৪১টি আসন পেয়েছে। অন্যদিকে, বিরোধী মহা বিকাশ আঘাড়ী (এমভিএ) মাত্র ৪৬টি আসনে সীমাবদ্ধ।
এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালের মন্তব্য নিয়ে শিরসাট বলেন, “তাঁকে আমরা গুরুত্ব দিই না। তিনি কেন্দ্রীয় রাজনীতি করুন। মহারাষ্ট্রের রাজনীতি আমাদের উপর ছেড়ে দিন।” আটাওয়ালে প্রস্তাব দিয়েছিলেন, শিন্ডে কেন্দ্রীয় মন্ত্রী পদ গ্রহণ করুন এবং দেবেন্দ্র ফডণবীস মুখ্যমন্ত্রী হোন।
সূত্রের খবর, বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনায় শিন্ডে শিবসেনাকে আশ্বাস দেওয়া হয়েছিল, মহাযুতি সংখ্যাগরিষ্ঠতা পেলে শিন্ডেই মুখ্যমন্ত্রী থাকবেন।
তবে বিজেপি নেতা সুধীর মুনগান্তিওয়ার বলেন, “আমাদের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সরকার গঠন নিয়ে বিস্তারিত পরিকল্পনা করতে সময় লাগছে।”
এর মধ্যে, নতুন সরকারের মুখ্যমন্ত্রী পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাতে বলে জানিয়েছেন বিজেপি নেতারা।