Homeখবরদেশনির্বাচনী বন্ড 'আইনত ঘুষ', বিজেপির জন্য 'সোনার ফসল'! ঝাঁঝালো আক্রমণ চিদাম্বরমের

নির্বাচনী বন্ড ‘আইনত ঘুষ’, বিজেপির জন্য ‘সোনার ফসল’! ঝাঁঝালো আক্রমণ চিদাম্বরমের

প্রকাশিত

নয়াদিল্লি: আগামী ৪ অক্টোবর খুলছে নির্বাচনী বন্ড বা ইলেকটোরাল বন্ড (Electoral bond)-এর নতুন পর্ব। এ ধরনের বন্ডকে আদতে ‘আইনত ঘুষ’ হিসেবেই অভিহিত করলেন প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম (P Chidambaram)। তাঁর মতে, এই বন্ড ‘সোনার ফসল’-এ পরিণত হবে কেন্দ্রের শাসকদল বিজেপি-র জন্য।

শুক্রবার ২৮তম পর্বের নির্বাচনী বন্ড খোলার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। যা আগামী ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিক্রির জন্য খোলা থাকবে। ও দিকে, শীঘ্রই রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, তেলঙ্গনা এবং মিজোরামে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে। এই রাজ্যগুলিতে বিধানসভা ভোটের আগেই সরকারের এই সিদ্ধান্ত নিয়ে একহাত নিচ্ছে বিরোধীরা।

শনিবার নিজের এক্স (আগের টুইটার) হ্যান্ডলে চিদাম্বরম লেখেন, এ বারের নির্বাচনী বন্ড খুললেও তা হবে বিজেপির জন্য সোনার ফসল। অতীতের পরিসংখ্যানে স্পষ্ট, তথাকথিত বেনামি অনুদানের ৯০ শতাংশই গিয়েছে বিজেপির ভাঁড়ারে। চিদাম্বরমের কটাক্ষ, “অন্তরঙ্গ বন্ধু পুঁজিপতিরা তাঁদের চেকবই খুলবেন। তাতে দিল্লির প্রভুর জন্য শ্রদ্ধাঞ্জলি লিখবেন”।

এর আগে, গত মঙ্গলবার নির্বাচনী বন্ড নিয়ে কেন্দ্রের মোদী সরকারকে বিঁধেছে কংগ্রেস। তাদের অভিযোগ, এই নির্বাচনী বন্ড নরেন্দ্র মোদী অন্যতম ‘পৈশাচিক কাজ’। এর মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থা এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করছে মোদী সরকার।

নির্বাচনী বন্ড কী

রাজনৈতিক দলগুলিতে আর্থিক স্বচ্ছতা আনার অংশ হিসেবে নগদ অনুদানের বিপরীতে নির্বাচনী বন্ড চালু করেছে কেন্দ্র। নির্বাচনী বন্ডের প্রথম ব্যাচের বিক্রি শুরু হয়েছিল ২০১৮ সালের মার্চ মাসে। শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা এসবিআই (SBI) এই বন্ড বিক্রির জন্য অনুমোদিত। কোনো নাগরিক অথবা প্রতিষ্ঠান এই বন্ড কিনতে পারেন। কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে চাইলে, তিনি বন্ড কিনে দলের হাতে তুলে দেন। রাজনৈতিক দলগুলিকে নির্দিষ্ট অ্যাকাউন্টে সেই বন্ড ভাঙিয়ে নিতে হয়।

নির্বাচন কমিশনে স্বীকৃত যে সমস্ত রাজনৈতিক দল আগের লোকসভা বা বিধানসভা ভোটে অন্ততপক্ষে ১ শতাংশ ভোট পেয়েছে, তারা এই নির্বাচনী বন্ডের মাধ্যমে তহবিল সংগ্রহ করতে যোগ্য।

ছোট্ট উদাহরণ

২০২২-এর শেষ দিকে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR)-এর একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে, নির্বাচনী বন্ডের মাধ্যমে গুজরাতে রাজনৈতিক দলগুলির প্রাপ্ত তহবিলের ৯৪ শতাংশই পেয়েছে বিজেপি। রিপোর্ট বলছে, ২০১৮ সালের মার্চ থেকে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত মোট ১৭৪ কোটি টাকা অনুদান পেয়েছে গুজরাতের রাজনৈতিক দলগুলি। এই ১৭৪ কোটি টাকার মধ্যে বিজেপি একাই পেয়েছে ১৬৩ কোটি টাকা। কংগ্রেস ১০.৫ কোটি। এ ছাড়া অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি পেয়েছে ৩২ লক্ষ টাকা। বাকি ২০ লক্ষ টাকা পেয়েছে অন্য রাজনৈতিক দলগুলি।

আরও পড়ুন: শনির সকাল থেকেই অঝোরে বর্ষণ, রাজ্যের ৩ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ব্যাটে-বলে উজ্জ্বল শেফালি-দীপ্তি, একদিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

ভারত: ২৯৮-৭ (শেফালি বর্মা ৮৭, দীপ্তি শর্মা ৫৮, স্মৃতি মন্ধানা ৪৫, আয়াবোঙ্গা খাকা ৩-৫৮) দক্ষিণ...

অর্শদীপের বল আর ওয়াশিংটনের ব্যাটের জোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে সমতা ফেরালেন সূর্যেরা

অস্ট্রেলিয়া: ১৮৬-৬ (টিম ডেভিড ৭৪, মার্কাস স্টয়নিস ৬৪, অর্শদীপ সিংহ ৩-৩৫, বরুণ চক্রবর্তী ২-৩৩) ভারত:...

বিশ্বের প্রথম স্পিচ-টু-স্পিচ এআই মডেল তৈরি করলেন ভারতের স্পর্শ আগরওয়াল! আইআইটি পড়ুয়ার উদ্ভাবনে চমক প্রযুক্তি মহলে

কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় নতুন ইতিহাস লিখলেন ভারতের এক তরুণ উদ্ভাবক। আইআইটি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের...

‘চারদিকে শুধু রক্ত!’ লন্ডনগামী ট্রেনে ছুরি নিয়ে হামলা! ১০ জন আহত, ২ অভিযুক্ত গ্রেফতার

লন্ডনগামী ট্রেনে চলন্ত অবস্থায় ছুরিকাঘাতে আতঙ্ক! ১০ জন আহত, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

আরও পড়ুন

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

শ্রীকাকুলামে বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১০, মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

খবর অনলাইন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এক ভয়াবহ পদদলিত হওয়ার...

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...