বিমান নামতেই ধরে গেল আগুন, তবু রক্ষা ৩০০ আরোহীর

0

বরাতজোরে বেঁচে গেলেন বিমানের ৩০০ জন আরোহীই।

বুধবার সকালে তিরুঅনন্তপুরম আসা এমিরেটস-এর ৭৭৭-৩০০ জেট বিমানটি তড়িঘড়ি নেমে এল দুবাই  আন্তর্জাতিক বিমানবন্দরে। টারম্যাকে অনেকটা পিছলে গেল। আগুন ধরে গেল বিমানে। সঙ্গে সঙ্গে গলগল করে ধোঁয়া। চোখের সামনে ভয়ঙ্কর দৃশ্য পলকে ঘটে যেতে দেখল বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রী নিরাপত্তায় চটজলদি যে সব ব্যবস্থা নেওয়ার কথা তা নেওয়া হল। সঙ্গে সঙ্গে ছুটে গেল দমকল, অ্যাম্বুল্যান্স এবং উদ্ধারকারী দল। বিমানের ২৮২ জন যাত্রী ও ১৮ জন কর্মীকে সুস্থ শরীরে উদ্ধার করা হল।

এমিরেটস-এর ইকে ৫২১ উড়ানটি তিরুঅনন্তপুরম থেকে যাত্রা করে ১০টা ১৯ মিনিটে। দুবাই বিমানবন্দরে তার নামার কথা ছিল স্থানীয় সময় ১২টা ৫০ মিনিট নাগাদ। তার পাঁচ মিনিট আগেই বিমানটি জরুরি অবতরণ করে। উদ্ধারকাজ চালানোর জন্য দুবাই বিমানবন্দর থেকে বিমান ওঠা-নামা দুই-ই আপাতত বন্ধ রাখা হয়েছে। কী ভাবে এই উড়ানটি দুর্ঘটনায় পড়ল, তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন