মধ্যপ্রদেশের কানহা ন্যাশনাল পার্কে পুলিশের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই। এক মাওবাদী নিহত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সোমবার মন্ডলা জেলায় এই সংঘর্ষ ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশকর্তারা।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১৮-২০ জন মাওবাদী সদস্যের সঙ্গে পুলিশের গুলির লড়াই হয়। মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী অভিযান চালালে এই সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের পরে এক মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া, মাওবাদীদের দুই সমর্থককে গ্রেফতার করা হয়েছে। এলাকা জুড়ে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
#WATCH | Madhya Pradesh | Encounter between Police and naxals in Kanha National Park in Mandla; Body of one naxal found
— ANI (@ANI) March 10, 2025
SP Mandla Rajat Saklecha says, "On information about the presence of a naxal, teams of Police and security personnel had gone into the forest, where an… pic.twitter.com/vCZChBKkUe
বিস্তারিত আসছে…