provident fund

ওয়েবডেস্ক: লোকসভা ভোটের আগেই ইপিএফ (এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড)-এ সুদের হার বাড়াল কেন্দ্র। আগেই ইঙ্গিত মিললেও বৃহস্পতিবার সরকারি ভাবে ঘোষণা করা হয়, ইপিএফে সুদের হার ৮.৫৫ থেকে ৮.৬৫ শতাংশ করা হল। তিন বছর পর ফের এই সুদের হার বাড়াল কেন্দ্র।

একই সঙ্গে জানানো হয়েছে, নতুন এই সুদের হার চলতি আর্থিক বছর থেকেই কার্যকর হবে। কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৫ কোটি ৬৩ লক্ষ চাকরিজীবী।

[ আরও পড়ুন: ভিডিওয় দেখুন এফ-২১ ফাইটার জেটের কেরামতি ]

ইপিএফও সূত্রে খবর, সংস্থার উদ্বৃত্ত গ্রাহকদের সঙ্গে ভাগ করে নিতেই এই সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে .১ শতাংশ সুদের হার বৃদ্ধি হলেও গত পাঁচ বছরে এখনও নীচের দিকেই পড়ে রয়েছে ইপিএফের সুদের হার। ২০১৬-১৭ সালেও ইপিএফে সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ। তার আগে ২০১৫-১৬ সালে এই সুদের হার ছিল ৮.৮ শতাংশ। তারও আগে ২০১৩-১৪ সালে এবং ২০১৪-১৫ সালে এই সুদের হার ছিল ৮.৭৫ শতাংশ। স্বাভাবিক ভাবেই ২০১৬-১৭ সাল থেকে ক্রমশ নীচের দিকে নেমেছে ইপিএফে সুদের হার। এ বার .১ শতাংশ বাড়ানো হলেও পুরনো জায়গায় ফেরেনি সুদের হার।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here