খবর অনলাইন ডেস্ক: সত্তর বছর বা তার বেশি বয়সের সকলকেই কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’-এর অন্তর্ভুক্ত করা হবে। কেন্দ্রীয় সরকার এই বিষয়টিতে অনুমোদন দিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠক হয়। বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়, ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’য় (এবি পিএম-জেএওয়াই, AB PM–JAY) সাড়ে ৪ কোটি পরিবারের ৬ কোটি প্রবীণ নাগরিক উপকৃত হবে। এই প্রকল্প অনুসারে পরিবারপিছু ৫ লক্ষ টাকা বিমা ধরা হয়েছে।
সরকার ওই বিবৃতিতে বলেছে, “এবি পিএম-জেএওয়াই-এ যে সুবিধা দেওয়া হয় তা সত্তর বা তার বেশি বয়সের সব প্রবীণ নাগরিক পাবেন, তাঁদের আর্থ-সামাজিক অবস্থা যা-ই হোক না কেন। যোগ্য প্রবীণ নাগরিকদের এই প্রকল্পের অধীনে নতুন কার্ড দেওয়া হবে।”
সরকার থেকে জানানো হয়েছে, ‘এবি পিএম-জেএওয়াই’-এর ভোগ করছে এমন কোনো পরিবারের সত্তর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিক এই বিমায় নিজেদের জন্য আরও ৫ লক্ষ টাকার কভারেজ পাবেন। ওই পরিবারে ৭০ বছর বয়সের নীচে রয়েছেন এমন কারও সঙ্গে এই সুবিধা ভাগ করতে হবে না।
যেসব সত্তর বছর বয়সি বা সত্তরোর্ধ্ব প্রবীণ নাগরিক ইতিমধ্যেই সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ্ স্কিম (সিজিএইচএস, CGHS), এক্স-সার্ভিসমেন কন্ট্রিবিউটরি হেলথ্ স্কিম (ইসিএইচএস, ECHS) বা আয়ুষ্মান সেন্ট্রাল আর্মড্ পুলিশ ফোর্স–এর (সিএপিএফ, CAPF) মতো অন্য সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাঁরা চলতি প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন কিংবা ‘এবি পিএম-জেএওয়াই’-এর সুবিধা বেছে নিতে পারবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, “আমরা প্রতিটি ভারতীয়কে সহজলভ্য, সাশ্রয়ী এবং উৎকৃষ্ট মানে স্বাস্থ্য পরিষেবা দিতে চাই।”
সরকারি বিবৃতিতে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, সত্তর বা তার বেশি বয়সের প্রবীণেরা যদি কোনো বেসরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প বা এমপ্লয়িজ স্টেট ইন্সুর্যান্স স্কিমের সুবিধা ভোগ করেন, তাহলে তিনি ‘আয়ুষ্মান ভারত’-এর সুবিধা গ্রহণ করতে পারবেন।