অসমের উমরাংসুর কয়লাখনিতে জলমগ্ন হয়ে আটকে পড়েছেন ফালাকাটার বাসিন্দা ৩৪ বছরের সঞ্জিত সরকার। পেশায় পরিযায়ী শ্রমিক সঞ্জিত বিভিন্ন রাজ্যে কাজ করলেও সম্প্রতি এই কয়লাখনিতে কাজে যোগ দেন। তাঁর আটকে পড়ার খবরে পরিবারের পাশাপাশি গোটা গ্রামের মানুষ গভীর উদ্বেগে রয়েছেন।
বুধবার সকাল থেকে খনিতে উদ্ধারকাজ চলছে। অসমের সংবাদমাধ্যম সূত্রে খবর, জল ভর্তি খনি থেকে এক শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। এখনও ওই খনিতে আটজন শ্রমিক আটকে রয়েছেন।
সঞ্জিতের মা রিতা সরকার বলেন, “আমার স্বামী একসময় কয়লাখনিতে কাজ করতেন। এখন আমার ছেলে সেই কাজ নিয়েছিল। সে অসমে গিয়েছিল কাজের জন্য। কিন্তু আজ সকালে খবর পাই, সে খনির ভেতরে জলমগ্ন হয়ে আটকে পড়েছে। সারাদিন চেষ্টা করেও তার কোনও খোঁজ পাওয়া যায়নি। আমার স্বামী ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। আমরা তার কাছ থেকে খবরের অপেক্ষায় রয়েছি।”
সঞ্জিতের পরিবারে রয়েছেন তাঁর বৃদ্ধ বাবা কৃষ্ণপদ সরকার, মা রিতা, স্ত্রী টুম্পা সরকার এবং চার বছরের সন্তান।
ফালাকাটা ব্লক প্রশাসন এবং স্থানীয় পুলিশ সঞ্জিতের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছে। আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই. রঘুবংশী বলেন, “আমরা নিখোঁজ শ্রমিকের পরিবার এবং অসমের প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। উদ্ধারকাজের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।”
সঞ্জিতের প্রতিবেশী সন্ধ্যা বলেন, “পুরো গ্রাম সঞ্জিতের জন্য দুশ্চিন্তায় আছে। আমরা প্রার্থনা করছি, যাতে ও নিরাপদে ফিরে আসে।”
ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস, এনডিআরএফ এবং এসডিআরএফ তাদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। ভারতীয় নৌবাহিনীর একটি ১২ সদস্যের দল মঙ্গলবার সন্ধ্যায় বিশাখাপত্তনম থেকে উমরাংসোতে পৌঁছায়। ইতিমধ্যে তারা উদ্ধার কাজ শুরু করেছে।