নয়াদিল্লি: বিরোধীদের প্রবল হইচইয়ের মধ্যে লোকসভায় ধ্বনিভোটে পাশ হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল। খারিজ হয়ে গেল বিরোধীদের আলোচনার দাবিও।
কৃষি আইন নিয়ে আলোচনার দাবিতে সোমবার শীতকালীন অধিবেশনের শুরুতেই হই-হট্টগোল শুরু করে বিরোধীরা। ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখান তাঁরা। তার পর সংসদের দুই কক্ষেই অধিবেশন বেলা ১২টা পর্যন্ত মুলতুবি করে দেন দুই কক্ষের স্পিকার।
তবে বেলা ১২টায় অধিবেশনের ফের শুরু হতেই ‘কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১’ পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। ধ্বনিভোটে তা সঙ্গে সঙ্গেই পাশ হয়ে যায়। তবে বিরোধীরা কৃষি আইনের উপর আলোচনার যে দাবি করেছিল, তা খারিজ করে দিয়েছে সরকার পক্ষ।
অধিবেশনের শুরুতে এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন সব পক্ষের সঙ্গে আলোচনা করেই লোকসভার অধিবেশন চলবে। কিন্তু অধিবেশনের শুরুতে কৃষি আইন প্রত্যাহার নিয়ে যে আলোচনার দাবি বিরোধীরা তুলেছিল, সেটা খারিজ হয়ে যাওয়া অনেক প্রশ্নও তুলে দিয়ে গেল।
আরও পড়তে পারেন
ওমিক্রন নিয়ে কার্যত কোনো তথ্যই নেই হু-এর কাছে, তবুও আগ বাড়িয়ে আতংক!
গত ২৪ ঘণ্টায় ভারতের চারটি অঞ্চলে মিলল না কোনো কোভিড-আক্রান্তের হদিশ, কুড়িটি অঞ্চলে নেই কোনো মৃত্যু
আরও কমল সংক্রমণ, এক ধাক্কায় মৃত্যুও কমল অনেকটাই
মরশুমের শীতলতম দিন কলকাতায়, তবে সপ্তাহের শেষেই জোর বৃষ্টির ভ্রূকুটি
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।