Homeখবরদেশকৃষিঋণে নতুন নিয়ম, ২ লক্ষ টাকা পর্যন্ত জামানত-মুক্ত ঋণ ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের

কৃষিঋণে নতুন নিয়ম, ২ লক্ষ টাকা পর্যন্ত জামানত-মুক্ত ঋণ ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের

প্রকাশিত

কৃষকদের স্বার্থে বড় পদক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আগামী ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ কোনও জামানত বা মর্টগেজ ছাড়াই পাওয়া যাবে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক।

বর্তমানে কৃষকদের ১.৬ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে কোনও মর্টগেজ লাগে না, তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে মার্জিন ডিপোজিট প্রয়োজন হতে পারে। নতুন নিয়মে সেই সীমা বৃদ্ধি করে ২ লক্ষ টাকা করা হয়েছে।

আরবিআই-এর চিঠিতে জানানো হয়েছে, “সাম্প্রতিক বছরগুলিতে কৃষি খাতে খরচ বৃদ্ধির কথা বিবেচনা করে এবং মূল্যস্ফীতির প্রভাব মাথায় রেখে, কৃষি এবং সম্পর্কিত কাজের জন্য জামানত-মুক্ত ঋণের সীমা ১.৬ লক্ষ থেকে বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হয়েছে।”

এই নিয়ম সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্ক ও কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির জন্য প্রযোজ্য হবে। রিজার্ভ ব্যাঙ্কের চিফ জেনারেল ম্যানেজার আর গিরিধরণ ব্যাঙ্কগুলিকে একটি নির্দেশিকা পাঠিয়েছেন। তাতে জানানো হয়েছে, “২ লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ এবং সহযোগী খাতে ঋণ প্রদানে কোনও জামানত বা মার্জিন ডিপোজিট লাগবে না।”

উল্লেখ্য, ভারতের অর্থনীতিতে কৃষি খাতের অবদান প্রায় ১৮ শতাংশ এবং দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক অংশ কৃষি নির্ভর আয় থেকে জীবিকা নির্বাহ করে। সরকারি নীতিতে কৃষিঋণকে অগ্রাধিকার খাতে রাখা হয়। এই নতুন পদক্ষেপ কৃষকদের চাষের খরচ মেটাতে সহজে ঋণ পাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

এই নতুন নিয়ম কার্যকর হলে দেশের কৃষিক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে এবং কৃষকদের আর্থিক স্বাচ্ছন্দ্য আরও বাড়বে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

আরও পড়ুন: ‘দিল্লি চলো’ মিছিলে পুলিশের জলকামান ও কাঁদানে গ্যাস, আহত ১০ কৃষক

সাম্প্রতিকতম

২০২৫ সালের কীর্তি চক্র এবং শৌর্য চক্র পুরস্কারপ্রাপক কারা? জানুন তাঁদের লড়াইয়ের গল্প

৭৬তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে বীরত্ব প্রদর্শনের জন্য মেজর মনজিৎ এবং নাইক দিলওয়ার খানকে কীর্তি চক্র প্রদান করেছেন।

যুদ্ধবিরতির কয়েক দিনের মধ্যেই কি গাজার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে হামাস?

১৫ মাসের যুদ্ধেও হামাস ধ্বংস হয়নি। গাজায় ধ্বংসযজ্ঞের মধ্যেই পুনর্গঠন ও শক্তি অর্জনের পথে হামাস।

পদ্ম সম্মান ২০২৫: বাংলার ৯ জন পেলেন রাষ্ট্রীয় পুরস্কার

পদ্ম সম্মান ২০২৫-এর তালিকায় বাংলার জয়জয়কার। গায়ক অরিজিৎ সিং থেকে নৃত্যশিল্পী মমতা শঙ্করসহ ৯ জন পেলেন এই সম্মান।

ভারত-ইংল্যান্ড টি২০: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক বর্মা

ইংল্যান্ড: ১৬৫-৯ (জোস বাটলার ৪৫, ব্রাইডন কার্স ৩১, অক্ষর পটেল ২-৩২, বরুণ চক্রবর্তী ২-৩৮) ভারত:...

আরও পড়ুন

২০২৫ সালের কীর্তি চক্র এবং শৌর্য চক্র পুরস্কারপ্রাপক কারা? জানুন তাঁদের লড়াইয়ের গল্প

৭৬তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে বীরত্ব প্রদর্শনের জন্য মেজর মনজিৎ এবং নাইক দিলওয়ার খানকে কীর্তি চক্র প্রদান করেছেন।

পদ্ম সম্মান ২০২৫: বাংলার ৯ জন পেলেন রাষ্ট্রীয় পুরস্কার

পদ্ম সম্মান ২০২৫-এর তালিকায় বাংলার জয়জয়কার। গায়ক অরিজিৎ সিং থেকে নৃত্যশিল্পী মমতা শঙ্করসহ ৯ জন পেলেন এই সম্মান।

দুধের দামে কাটছাঁট, জানুন কোন আমুল দুধের দাম কত হল

নিত্যপ্রয়োজনীয় দুধের দাম কমিয়ে সাধারণ মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিল জনপ্রিয় দুগ্ধ সংস্থা আমূল।...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে